আরও বড় আন্দোলনের প্রস্তুতি! বুধবার দিল্লির সিংঘু সীমান্তে বৈঠকে দেশের ৪৩ কৃষক নেতা
বুধবারই কৃষকদের আন্দোলন ১৪ দিনে পড়বে
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার সন্ধেয় কৃষক নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তবে কৃষক নেতারা অমিত শাহর কাছ থেকে 'হ্যাঁ' অথবা 'না' জানতে চাইছেন। অর্থাত্ নয়া কৃষি আইন বাতিলের দাবি মানলে ভালো, নইলে ফের আন্দোলন।
আরও পড়ুন-ভারতে অতিরিক্ত গণতন্ত্র, সাহসী সংস্কার মুশকিল: নীতি আয়োগের সিইও
কৃষকদের ওই দাবি সরকার মানবে কিনা তা নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। এর মধ্যে আগামিকাল অর্থাত্ বুধবার সকাল দশটা নাগাদ দিল্লির সিংঘু সীমান্তে গুরত্বপূর্ণ বৈঠকে মিলিত হচ্ছেন দেশের ৪৩ কৃষক নেতা। এদের মধ্যে থাকবেন ১৩ নেতা যাঁরা আজ অমিত শাহের সঙ্গে বৈঠকে ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কী আলোচনা হল এবং তার পরিপ্রেক্ষিতে কী রণনীতি নেওয়া হবে তা ঠিক হতে পারে বুধবারের বৈঠকে।
We are talking to our people on where the meeting is to be held: Rakesh Tikait, Spokesperson, Bhartiya Kisan Union on being asked about the meeting with Union Home Minister Amit Shah https://t.co/dKjmCe3cFl pic.twitter.com/ZNVBr9YM5i
— ANI (@ANI) December 8, 2020
আরও পড়ুন-রক্তে মিলল সীসা, নিকেল! অন্ধ্রের অজানা রোগের কারণ খুঁজতে হিমশিম বিশেষজ্ঞরা
বুধবারই কৃষকদের আন্দোলন ১৪ দিনে পড়বে। এদিনই কৃষকদের সঙ্গে ফের আলোচনা বসেছে কেন্দ্র। কোনও কোনও মহল থেকে অনুমান করা হচ্ছে ওই বৈঠকে নয়া কৃষি আইনে কিছু সংস্কার করার কথা বলতে পারে সরকার। তবে আইন বাতিলের কোনও প্রশ্ন নেই। যাই হোক এনিয়ে সরকারের তরফে কোনও কিছু এখনও স্পষ্ট করা হয়নি। ওই বৈঠক নিয়েও সকালে কৃষকদের বৈঠকে আলোচনা হবে।