সব লেনদেন বন্ধ, দেশের এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI
আরবিআই এক বিবৃতিতে আরও জানিয়েছে, ব্যাঙ্ককে এরপর ব্যবসা চালিয়ে যাওার অনুমতি দিলে তা গ্রাহকদের স্বার্থের ক্ষতি হত
নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রের কারাড জনাতা সহকারী ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিল রিজার্ভ ব্যাঙ্ক। এখন থেকে কোনও গ্রাহকের টাকা জমা নিতে পারবে না ব্যাঙ্ক।
আরও পড়ুন-ভারতে অতিরিক্ত গণতন্ত্র, সাহসী সংস্কার মুশকিল: নীতি আয়োগের সিইও
কেন বাতিল করা হল লাইসেন্স! আরবিআই জানিয়েছে, ব্যবসা করার মতো প্রয়োজনীয় পুঁজি নেই এই ব্যাঙ্কের হাতে। পাশাপাশি, আয়ের কোনও রাস্তাও নেই। তবে তাদের জনা টাকার পুরোটাই ফেরত পাবেন ব্যাঙ্কের ৯৯ শতাংশ গ্রাহক।
ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের পরপরই গ্রাহকদের টাকা ফেরানোর প্রক্তিয়া শুরু করে দিয়েছে আরবিআই। ক্রেডিট গ্যারান্টি কোয়াপারেশন ও ডিপোজিট ইন্সুরেন্সের আওতায় থাকলে সব গ্রাহকই তাদের টাকা ফেরত পাবেন। মঙ্গলবার থেকে ব্যাঙ্কটিকে কোনও গ্রাহকের টাকা জমা নিতে বা দিতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন-জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পদ থেকে শুভেন্দু অনুগামীকে সরাতে 'নির্দেশ' মুখ্যমন্ত্রীর!
আরবিআই এক বিবৃতিতে আরও জানিয়েছে, ব্যাঙ্ককে এরপর ব্যবসা চালিয়ে যাওার অনুমতি দিলে তা গ্রাহকদের স্বার্থের ক্ষতি হত।