জামিনে মুক্ত কার্টুনিস্ট অসীম ত্রিবেদী

জামিন পেলেন অসীম ত্রিবেদী। মঙ্গলবার ব্যক্তিগত ৫০০০ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। এদিনই তাঁর বিরুদ্ধে ওঠা রাজদ্রোহিতার মামলা প্রত্যাহার করে নেওয়া হবে জানিয়েছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পটেল। যদিও তাঁর বিরুদ্ধে জাতীয় প্রতীক অবমাননার মামলা বহাল থাকবে।

Updated By: Sep 11, 2012, 03:53 PM IST

জামিন পেলেন অসীম ত্রিবেদী। মঙ্গলবার ব্যক্তিগত ৫০০০ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। এদিনই তাঁর বিরুদ্ধে ওঠা রাজদ্রোহিতার মামলা প্রত্যাহার করে নেওয়া হবে জানিয়েছিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পটেল। যদিও তাঁর বিরুদ্ধে জাতীয় প্রতীক অবমাননার মামলা বহাল থাকবে। সোমবার বান্দ্রা আদালতের নির্দেশে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত হয়েছিল অসীম ত্রিবেদীর। তাঁর বিরুদ্ধে মানহানি, ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারা, তথ্য প্রযুক্তি আইনের ৬৬এ ধারা এবং জাতীয় সম্মান অবমাননার মামলা করা হয়েছে।
গত ডিসেম্বরে মুম্বইয়ের বান্দ্রা-কুরলায় প্রবীণ সমাজকর্মী আন্না হাজারের ৩ দিনের অনশনে অংশ নেন কানপুরের ফ্রিলান্স কার্টুনিস্ট অসীম ত্রিবেদী। তখনই নিজের ওয়েবসাইটে  তিনটি কার্টুন প্রকাশ করেন তিনি। মাদার ইন্ডিয়া, অশোক চক্র এবং সংসদ ভবনের প্রতিকৃতি ব্যবহার করে কার্টুন আঁকেন অসীম ত্রিবেদী। সবকটিরই মুখ্য বিষয় ছিল দুর্নীতি বিরোধিতা। ওই ৩ টি কার্টুন নিয়েই বিতর্ক তৈরি হয়। পুলিসে  অভিযোগও দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে গত মাসে একটি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তাঁর বিরুদ্ধে। এবং শনিবার আত্মসমর্পণ করতে হয় তাঁকে।
কার্টুনিস্টকে গ্রেফতারের ঘটনায় আলোড়ন তৈরি হয়েছে দেশজুড়ে। তাঁর পাশে দাঁড়িয়েছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মার্কেন্ডেয় কাটজুও। গ্রেফতারের পরও নিজের অবস্থানেই অনড় রয়েছেন অসীম ত্রিবেদী। রবিবার আদালতের বাইরে তিনি বলেন, প্রয়োজন হলে এ ধরনের কার্টুন ফের আঁকবেন।

.