গণমাধ্যমের নির্দেশিকা বেঁধে দেওয়া নিয়ে রায় সুপ্রিম কোর্টের

গণমাধ্যমের নির্দেশিকা বেঁধে দেওয়া নিয়ে আজ রায় দিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ আজ জানিয়েছে কোনও ব্যক্তি যদি আদালতে খবর প্রকাশের ক্ষেত্রে স্থগিতাদেশের আবেদন জানায়, তাহলে সাময়িকভাবে খবরপ্রকাশের ক্ষেত্রে স্থগিতাদেশ দিতে পারে আদালত।

Updated By: Sep 11, 2012, 02:08 PM IST

গণমাধ্যমের নির্দেশিকা বেঁধে দেওয়া নিয়ে আজ রায় দিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ আজ জানিয়েছে
কোনও ব্যক্তি যদি আদালতে খবর প্রকাশের ক্ষেত্রে স্থগিতাদেশের আবেদন জানায়, তাহলে সাময়িকভাবে খবরপ্রকাশের ক্ষেত্রে স্থগিতাদেশ দিতে পারে আদালত। বিচারাধীন মামলার খবর নিয়ে সংবাদমাধ্যমের ওপর কোনও নির্দেশিকা জারি করল না সুপ্রিম কোর্ট। কেউ নিজের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করে, তা হলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে৷ উপযুক্ত তথ্য পেলে সাময়িক নিষেধাজ্ঞার বিষয় বিবেচনা করা হবে এমন রায়ই দিয়েছে সুপ্রিম কোর্ট৷
শুধুমাত্র হাইকোর্ট এবং সু্প্রিমকোর্ট এই স্থগিতাদেশ জারি করতে পারবে। তবে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ মন্তব্য করেছে একজন সাংবাদিকের নিজের লক্ষ্ণণরেখা সমন্ধে সচেতন থাকা উচিত,যাতে কোনওভাবেই বিষয়টি আদালত অবমাননার আওতায় না পড়ে, এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রে স্থগিতাদেশ জারির মতো পরিস্থিতি তৈরি হয়।

.