নরেন্দ্র মোদীর বাড়িতে কেজরিওয়ালকে ঢুকতে বাধা দিল পুলিস
কেজরিওয়ালের গুজরাত সফর ক্রমশ নজর কারছে। শুক্রবার সকালে গুজরাত মুখ্যমুন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর বাড়িতে কেজরিওয়ালকে ঢুকতে বাধা দিল পুলিস। গান্ধীনগরে আটকে দেওয়া হয় কেজরিওয়ালকে।
কেজরিওয়ালের গুজরাত সফর ক্রমশ নজর কারছে। শুক্রবার সকালে গুজরাত মুখ্যমুন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর বাড়িতে কেজরিওয়ালকে ঢুকতে বাধা দিল পুলিস। গান্ধীনগরে আটকে দেওয়া হয় কেজরিওয়ালকে।
বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বাড়ির উদ্দেশে রওনা হওয়ার আগে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানান, "যদি মোদী সাক্ষাৎ দিতে রাজি থাকেন তাহলে ঠিক আছে, না হলে আমরা সময় চেয়ে আবার যাব।" গুজরাতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী সাক্ষাৎ পেতে মরিয়া কেজরিওয়াল। কিন্তু সে আশা পূর্ণ হল না তাঁর। মাঝ পথেই আটকানো হল কনভয়।
মোদীর কাছে ১৬টি প্রশ্ন রেখছেন কেজরিওয়াল। লোকসভা ভোটের দিন ঘোষণার পর বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী সঙ্গে কেজরিওয়ালের দেখা করা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।