কুপওয়ারায় জঙ্গি হামলা

জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জালুরা এলাকায় জঙ্গি-সেনা গুলির লড়াই। স্থানীয়দের বয়ান অনুযায়ী গত সন্ধে থেকে গুলির লড়াই চলছে ওই এলাকায়। নুর ফাতিমা, এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ""গত সন্ধে থেকে গুলি চলছে। গুলি পর থেকে সারা রাত সেনা গাড়ি আসছে আর যাচ্ছে। আমাদের বাড়ির সামনে প্রচুর সেনা মোতায়েন হয়েছে। আমরা ঘর থেকে বেরতেও পারছি না।''

Updated By: Aug 23, 2014, 10:09 AM IST
কুপওয়ারায় জঙ্গি হামলা

কুপওয়ারা: জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জালুরা এলাকায় জঙ্গি-সেনা গুলির লড়াই। স্থানীয়দের বয়ান অনুযায়ী গত সন্ধে থেকে গুলির লড়াই চলছে ওই এলাকায়। নুর ফাতিমা, এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ""গত সন্ধে থেকে গুলি চলছে। গুলি পর থেকে সারা রাত সেনা গাড়ি আসছে আর যাচ্ছে। আমাদের বাড়ির সামনে প্রচুর সেনা মোতায়েন হয়েছে। আমরা ঘর থেকে বেরতেও পারছি না।''

গত রাতে লস্কর জঙ্গিদের অনুপ্রবেশের খবর পেয়ে তল্লাসি অভিযান চালায় সেনা জওয়ানরা। কুপওয়ারার ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

(এখনও পর্যন্ত পাওইয়া খবর অনুযায়ী)

 

.