যাতেই বোতাম টেপা হচ্ছে ভোট পড়ছে সেই পদ্ম চিহ্নে, অবাক কমিশন, ক্ষুব্ধ কংগ্রেস
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) যে প্রতীকেই ভোট পড়ুক না কেন, তা চলে যাচ্ছে বিজেপির ঘরে। গতকাল এই ঘটনা ঘটেছে অসমের কংগ্রেস প্রার্থী বি কে হান্ডিকের কেন্দ্রে। আগামী ৭ এপ্রিল অসমে নির্বাচন। তার আগে `মক` ভোট চলছিল জোড়হাটের একটি বুথে। ইভিএমে এই গণ্ডগোল ধরা প়ড়তেই তত্ক্ষণাত্ ব্যবস্থা নিয়েছেন রিটার্নিং অফিসার ও ডেপুটি কমিশনার।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমে) যে প্রতীকেই ভোট পড়ুক না কেন, তা চলে যাচ্ছে বিজেপির ঘরে। গতকাল এই ঘটনা ঘটেছে অসমের কংগ্রেস প্রার্থী বি কে হান্ডিকের কেন্দ্রে। আগামী ৭ এপ্রিল অসমে নির্বাচন। তার আগে `মক` ভোট চলছিল জোড়হাটের একটি বুথে। ইভিএমে এই গণ্ডগোল ধরা প়ড়তেই তত্ক্ষণাত্ ব্যবস্থা নিয়েছেন রিটার্নিং অফিসার ও ডেপুটি কমিশনার।
ওই মেশিনটিকে সরিয়ে ফেলা হয়েছে। শুধু তাই নয় বাড়তি সতর্কতা হিসেবে তার আওতায় যেকটি ইভিএম রয়েছে, সবকটির দ্বিতীয়বার খুঁটিয়ে পরীক্ষা করা হবে বলে জাননো হয়েছে। ঘটনার কথা চাউর হতেই আসরে নেমেছে কংগ্রেস। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা। কংগ্রেসের দাবি শুধু জোড়হাট নয়, অসমের সব ভোটযন্ত্রই খতিয়ে দেখা হোক।