শক্তিমিল গণধর্ষণ কাণ্ড: একাধিক যৌন নির্যাতনের ঘটনায় জড়িত থাকায় অপরাধী ৩জন দোষী সাব্যস্ত, মৃত্যদণ্ডের সম্মুখীন তিনজনই

গত বছর মুম্বইয়ে শক্তি মিলে চিত্র সাংবাদিক গণধর্ষণ কাণ্ডে অপরাধী ৪ জনের মধ্যে ৩ জনকে একাধিক যৌন নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অপরাধে দোষী সব্যস্ত করল একটি দায়েরা আদালত। এই তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ এখন সময়ের অপেক্ষা। এই তিনজনই শক্তিমিলে এক ১৮ বছরের টেলিফোন অপরেটরকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে।

Updated By: Apr 3, 2014, 04:27 PM IST

গত বছর মুম্বইয়ে শক্তি মিলে চিত্র সাংবাদিক গণধর্ষণ কাণ্ডে অপরাধী ৪ জনের মধ্যে ৩ জনকে একাধিক যৌন নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অপরাধে দোষী সব্যস্ত করল একটি দায়েরা আদালত। এই তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ এখন সময়ের অপেক্ষা। এই তিনজনই শক্তিমিলে এক ১৮ বছরের টেলিফোন অপরেটরকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে।

চিত্র সাংবাদিক গণধর্ষণ মামলার সরকারী আইনজীবী ৩৭৬ ই ধারায় অপরাধী তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। এই ধারার সর্বোচ্চ শাস্তি প্রাণদণ্ড। দুষ্কৃতী তিনজনের বিরুদ্ধেই ৩৭৬ ই ধারা বলবৎ করার আদেশ দিল আদালত।

চিত্র সাংবাদিক ও টেলিফোন অপরেটর ধর্ষণের দুটি পৃথক মামলায় দোষীদের এর আগে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু এই তিনজন দুটি অপরাধের সঙ্গেই জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে ৩৭৬ ই ধারার আদেশ দেওয়া হল।

দুটি গণ ধর্ষণের ঘটনাতে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছিল। দু`টি ঘটনাতেই একজন করে নাবালক দোষী সাব্যস্ত হয়। বর্তমানে এই দুই নাবালকেরই বিচার চলছে জুভেনাইল জাস্টিস বোর্ডের তত্ত্বাবধানে।

.