বুয়ার পাশে ভাতিজা

এই মুহূর্তে পরিষদের মোট ১০০ আসনের মধ্যে ৬১টি আসন রয়েছে সপার দখলে, আর বিএসপির ঝুলিতে ৯টি।

Updated By: Apr 12, 2018, 04:42 PM IST
বুয়ার পাশে ভাতিজা

নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশ বিধানপরিষদ নির্বাচনে বসপা প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নিল সপা। ইতিমধ্যে মায়াবতীর বহুজন সমাজ পার্টিকে সমর্থনের কথা জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদব।

২৬ এপ্রিল উত্তরপ্রদেশ বিধানপরিষদের ১৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ওই দিনই ফল প্রকাশ হবে নির্বাচনের। উল্লেখ্য, এই মুহূর্তে পরিষদের মোট ১০০ আসনের মধ্যে ৬১টি আসন রয়েছে সপার দখলে, আর বিএসপির ঝুলিতে ৯টি। অন্যদিকে, অধুনা ক্ষমতাসীন বিজেপির হাতে রয়েছে ১৩টি আসন। আরও পড়ুন- ভাঙছে পিসি-ভাইপোর জুটি? মায়াবতীকে এনডিএ-তে আসার প্রস্তাব

উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও ফুলপুর আসনে সপা-বসপা হাত ধরাধরি করে লড়াই করায় বিজেপি আক্ষরিক অর্থে উড়ে গিয়েছিল। কিন্তু, এরপরই রাজ্যসভার একটি আসনে বসপা প্রার্থীকে সমর্থনের ক্ষেত্রে নির্দল বিধায়কদের উপর ভরসা রাখেন অখিলেশ। সেই প্রার্থী দেরেও যায়। আর এতেই চটে যান ময়াবতী। আরও পড়ুন- ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়বে সপা-বসপা জোট, মন্তব্য অখিলেশের

এরপর জরুরি ভিত্তিতে দলের বৈঠক ডেকে বসপা জানিয়ে দেয় যে, ২০১৯ পর্যন্ত কোনও উপনির্বাচনেই আর বসপা কর্মীরা অন্য দলের প্রার্থীদের জেতাতে ময়দানে নামবেন না। বহেনজি-র দলের এমন মন্তব্যে অশঙ্কার মেঘ ঘনায় দেশের বিরোধী রাজনৈতিক পরিসরে। কারণ, সাম্প্রতিক অতীতে, খাস যোগীর কেন্দ্র গোরক্ষপুর ও কেশব প্রসাদ মৌর্যের ফুলপুরে শাসক দলকে গো হারা হারিয়ে সপা-বসপা জোটের ক্ষেত্রে সবচেয়ে জোরালো আশার আলো দেখিয়েছিল। কিন্তু মায়াবতীর দলের এমন সিদ্ধান্ত সেই আশায় জল ঢেলে দেয়। তবে, বিধানপরিষদে ফের দুই দলের এমন হাত মিলিয়ে চলার সিদ্ধান্ত এবার বিরোধী জোট পন্থীদের মনে আশা সঞ্চার করছে। আরও পড়ুন- লালু প্রসাদের ছেলেকে বিয়ে করছেন ঐশ্বর্য রাই!

.