বায়ুসেনার ৮০ কোটি টাকার দ্রোন ভেঙে পড়ল গুজরাতে

বায়ুসেনার UAV ( Unmanned Aerial Vehicle )। নিরাপত্তার পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হত এই অত্যাধুনিক দ্রোন। বুধবার গুজরাতের ভুজের কাছে একটি গ্রামে ভেঙে পড়ে এই যন্ত্রটি।

Updated By: Nov 26, 2014, 06:50 PM IST
 বায়ুসেনার ৮০ কোটি টাকার দ্রোন ভেঙে পড়ল গুজরাতে

ভুজ, গুজরাত: বায়ুসেনার UAV ( Unmanned Aerial Vehicle )। নিরাপত্তার পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হত এই অত্যাধুনিক দ্রোন। বুধবার গুজরাতের ভুজের কাছে একটি গ্রামে ভেঙে পড়ে এই যন্ত্রটি।

আহমেদাবাদের প্রতিরক্ষা দফতরের মুখপাত্র উইং কমান্ডর অভিষেক মাতিমান সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ""ভুজ থেকে ৪০ কিলোমিটার দূরে মাকনভা নামের একটি গ্রামে দ্রোনটি দুর্ঘটনা গ্রস্ত হয়েছে।''

বায়ুসেনা আধিকারিকরা জানিয়েছেন, এই দ্রোনের দাম ৮০ কোটি টাকা। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

 

.