দেশের মুখ্য নির্বাচন কমিশনার পদে গুজরাটের প্রাক্তন মুখ্যসচিব আচল কুমার জ্যোতি

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হতে চলেছেন গুজরাটের প্রাক্তন মুখ্যসচিব আচল কুমার জ্যোতি। আগামী ৬ই জুলাই বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জৈদি অবসর গ্রহণ করার পর দিল্লির নির্বাচন সদনের শীর্ষ কর্তা হতে চলেছেন ১৯৭৫ ব্যাচের এই আইএএস অফিসার।

Updated By: Jul 4, 2017, 08:41 PM IST
দেশের মুখ্য নির্বাচন কমিশনার পদে গুজরাটের প্রাক্তন মুখ্যসচিব আচল কুমার জ্যোতি

ওয়েব ডেস্ক: ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হতে চলেছেন গুজরাটের প্রাক্তন মুখ্যসচিব আচল কুমার জ্যোতি। আগামী ৬ই জুলাই বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জৈদি অবসর গ্রহণ করার পর দিল্লির নির্বাচন সদনের শীর্ষ কর্তা হতে চলেছেন ১৯৭৫ ব্যাচের এই আইএএস অফিসার।

২০১৫ সালেই নির্বাচন কমিশনারের পদে যোগ দিয়েছিলেন আচল কুমার জ্যোতি। মনে করা হচ্ছে, আগামী জানুয়ারিতে ৬৫ বছরে পদার্পন করা পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার পদে বহাল থাকবেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার দেশের পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসাবে কেকে বেনুগোপালের নিয়োগ সম্পন্ন হয়েছে। স্থলাভিষিক্ত হলেন। মুকুল রোহতগির পদে স্থলাভিষিক্ত হলেন তিনি। এই প্রবীন আইনজীবী তথা সংবিধান বিশেষজ্ঞ দেশের ১৫তম অ্যাটর্নি জেনারেল হলেন। (আরও পড়ুন- তফসিলি জাতি-উপজাতির প্রতি 'ভার্চুয়াল কুমন্তব্য'ও দণ্ডনীয় : দিল্লি হাইকোর্ট )

.