আরএসএসের আমন্ত্রণ গ্রহণ করে ভুল করেননি প্রণব, প্রাক্তন রাষ্ট্রপতির পাশে এই কংগ্রেস নেতা
প্রণব মুখোপাধ্যায় একজন ধর্ম নিরপেক্ষ মানুষ। উনি সবসময় নিজের ধর্ম নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছেন। সেটাই উনি আরএসএসের অনুষ্ঠান করবেন। অভিমত কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডের
নিজস্ব প্রতিবেদন: আরএসএসের অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়ের যোগদানের সিদ্ধান্তে বেকায়দায় কংগ্রেস। দলের অন্দরে এনিয়ে গুঞ্জন চলছেই। এনিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না বহু কংগ্রেস নেতাই। তবে বিষয়টি নিয়ে মুখ খুলে প্রণব মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে গেলেন কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডে।
আরও পড়ুন-ডিভাইডারে ধাক্কা, পাল্টি খেয়ে কঙ্কালসার সাড়ে ৩ কোটির ফেরারি, সলপে ভয়ঙ্কর দুর্ঘটনা
কী বললেন শিন্ডে? বর্ষীয়ান এই কংগ্রেস নেতার অভিমত আরএসএসের আমন্ত্রণ গ্রহণ করে প্রণববাবু কোনও ভুল করেননি। শিন্ডের কথায়, ‘প্রণব মুখোপাধ্যায় একজন ধর্ম নিরপেক্ষ মানুষ। উনি সবসময় নিজের ধর্ম নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছেন। সেটাই উনি আরএসএসের অনুষ্ঠান করবেন। আরএসএসের মঞ্চে প্রণববাবুর মতো একজন চিন্তাবিদের হাজির হওয়া খুবই গুরুত্বপূর্ণ। ওঁর কথা আরএসএসের চিন্তাধারায় যদি কোনও পরিবর্তন আনে তা আমাদের জন্য ভালো।’
আরও পড়ুন-আত্মহত্যা করেছেন দুলাল কুমার, জানালেন পুরুলিয়ার নয়া এসপি
উল্লেখ্য, ৭ জুন নাগপুরে আরএসএসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে। তিনি সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন। এতে অবাক কংগ্রেস শিবির। তাঁর ওই সিদ্ধান্ত নিয়ে প্রণববাবু এখনও তেমন কিছু স্পষ্ট করে কিছু বলেননি। তবে বলেছেন, যা বলার তিনি আরএসএসের অনুষ্ঠানেই বলবেন।