নরোদা পাটিয়া মামলায় ৪ দোষীকে জামিন দিল সুপ্রিম কোর্ট

মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি এএম খানউইলকরের নেতৃত্বাধীন বেঞ্চ ৪ জনের জামিন মঞ্জুর করে। জামিনপ্রাপ্তরা হলেন, সুরাভাই ভারওয়ার, রাজকুমার, পদ্মেন্দ্রসিং জসবন্তসিং রাজপুত ও হর্ষদ। 

Updated By: Jan 23, 2019, 02:05 PM IST
নরোদা পাটিয়া মামলায় ৪ দোষীকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদন: গুজরাতের নরোদা পাটিয়া গণহত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত ৪ ব্যক্তির জামিন দিল সুপ্রিম কোর্ট। ২০০২ সালে ওই ঘটনায় ৯৭ জনের মৃত্যু হয়েছিল। 

মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি এএম খানউইলকরের নেতৃত্বাধীন বেঞ্চ ৪ জনের জামিন মঞ্জুর করে। জামিনপ্রাপ্তরা হলেন, সুরাভাই ভারওয়ার, রাজকুমার, পদ্মেন্দ্রসিং জসবন্তসিং রাজপুত ও হর্ষদ। 

২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি, গোধরাকাণ্ডের ১ দিন পর আমদাবাদের নারোদা পাটিয়ায় ৯৭ জনকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে উন্মত্ত জনতার বিরুদ্ধে। 

লোকসভা ভোটের আগে কংগ্রেসের চমক, সক্রিয় রাজনীতিতে প্রিয়ঙ্কা গান্ধী

গত বছর ২০ এপ্রিল ওই মামলায় অভিযুক্ত ২৯ জনের মধ্যে ১২ জনকে দোষী ঘোষণা করে গুজরাত হাইকোর্ট। তবে গুজরাতের প্রাক্তন মন্ত্রী মায়া কোদনানি-সহ ১৭ জনকে বেকসুর খালাস করেন বিচারপতিরা। হাইকোর্টে সাজাপ্রাপ্ত আরও ৪ জনকে গ্রহণযোগ্য প্রমাণের অভাবে মঙ্গলবার জামিন দিল সুপ্রিম কোর্ট।
বলে রাখি, ঘটনায় ২৯ জন অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করেছিল নম্ন আদালত।    

.