সেভিংসে সুদের হার কমাল আরও তিন ব্যাঙ্ক

Updated By: Aug 19, 2017, 12:43 PM IST
সেভিংসে সুদের হার কমাল আরও তিন ব্যাঙ্ক
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, কর্নাটক ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্কে পর এবার সুদের হার কমানোর পথে হাঁটল আরও তিনটি ব্যাঙ্ক। সেভিংসে এবার সুদের হার কমাল ICICI, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

ICICI ব্যাঙ্ক
৫০ লাখ টাকা পর্যন্ত সেভিংসে সুদের হার কমিয়ে ৩.৫ শতাংশ করল ICICI ব্যাঙ্ক।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
একইপথে হেঁটেছে ICICI ব্যাঙ্কও। ৫০ লাখ টাকা পর্যন্ত সেভিংসে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে করা হয়েছে ৩.৫ শতাংশ। একইসঙ্গে ১ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটের উপর সুদের হারও কমানো হয়েছে ১৫ থেকে ৪০ বেসিস পয়েন্ট।

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
২৫ লাখ টাকা পর্যন্ত সেভিংসে সুদের হার ৪ শতাংশ থেকে কমিয়ে ৩.৫ শতাংশ করেছে UBI। বাকি সব ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত থাকছে ৪ শতাংশ।

আরও পড়ুন, ১,৩০০ ভুলে ১ লাখ ৩০! সামান্য ভুলে বড় বিপদ

.