৫ দিনের নির্বাসন শেষ, আজ লোকসভায় ফিরলেন ২৫জন কংগ্রেস সাংসদ
৫ দিনের নির্বাসন কাটিয়ে আজ লোকসভায় ফিরলেন ২৫জন কংগ্রেস সাংসদ। গত সপ্তাহে সংসদে চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এই ২৫ সাংসদকে পাঁচ দিনের জন্য সাসপেন্ড করেন লোকসভা স্পিকার সুমিত্রা মহাজন।
ব্যুরো: ৫ দিনের নির্বাসন কাটিয়ে আজ লোকসভায় ফিরলেন ২৫জন কংগ্রেস সাংসদ। গত সপ্তাহে সংসদে চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এই ২৫ সাংসদকে পাঁচ দিনের জন্য সাসপেন্ড করেন লোকসভা স্পিকার সুমিত্রা মহাজন।
সাংসদদের সাসপেনশনের তীব্র বিরোধীতা করে ময়দানে অবতীর্ণ হয়েছিলেন খোদ কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী।
শাসক-বিরোধীর সঙ্ঘাতের চরম নিদর্শন দিয়ে পার্লামেন্টের সামনে কংগ্রেসের প্রতিবাদী ধর্ণায় অন্য সোনিয়াকে সেদিন দেখেছিল গোটা দেশ। সপুত্রক সোনিয়া গান্ধীর সঙ্গে সম্ভবত এই প্রথম স্লোগানে গলা মেলাতে দেখা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও। রুদ্রমূর্তিতে কংগ্রেস সভানেত্রী সাফ জানিয়ে ছিলেন লোকসভা স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সারা দেশ জুড়ে আন্দোলন গড়ে তুলবেন তাঁরা।
''হত্যা করা হয়েছে গণতন্ত্রকে''। স্পিকারের সিদ্ধান্তের বিরোধীতা করে স্পষ্ট মন্তব্য করেন সোনিয়া।
আজ ফের এই ইস্যুতে লোকসভা উত্তাল হওয়ার সম্ভাবনা প্রবল।