জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের পরিবারের ওপরেই নিষেধাজ্ঞা চায় ভারত

বাবা মূর্তিমান আতঙ্ক। ছেলেও কম যায় না। জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের পুরো পরিবারের ওপরেই নিষেধাজ্ঞা চায় ভারত। তার জন্য রাষ্ট্রসংঘে আবেদনের ভাবনাচিন্তা চলছে দিল্লিতে। এবিষয়ে নথি তৈরির কাজও শুরু করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Updated By: Aug 10, 2015, 09:46 AM IST
জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের পরিবারের ওপরেই নিষেধাজ্ঞা চায় ভারত

ব্যুরো: বাবা মূর্তিমান আতঙ্ক। ছেলেও কম যায় না। জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের পুরো পরিবারের ওপরেই নিষেধাজ্ঞা চায় ভারত। তার জন্য রাষ্ট্রসংঘে আবেদনের ভাবনাচিন্তা চলছে দিল্লিতে। এবিষয়ে নথি তৈরির কাজও শুরু করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

উধমপুরে জঙ্গি হানায় ধৃত পাক জঙ্গি উসমানকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পায় NIA। জানা যায়, হামলার পিছনে হাফিজ সইদের ছেলে তলহার বড় ভূমিকা রয়েছে। তলহার নির্দেশেই দুই জঙ্গিকে প্রশিক্ষণ দিয়ে উধমপুরে পাঠানো হয়। তলহার পাশাপাশি হাফিজ সইদের শালা আবদুল রেহমান মক্কির নামের  আগেও সন্ত্রাসবাদী তকমা চায় ভারত।

.