রাতভর গুলির লড়াই; সোপিয়ানে খতম ২ জঙ্গি, শহিদ ১ জওয়ান

আহত হয়েছেন আরও এক জওয়ান

Updated By: Mar 28, 2021, 08:25 AM IST
রাতভর গুলির লড়াই; সোপিয়ানে খতম ২ জঙ্গি, শহিদ ১ জওয়ান

নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের সোপিয়ানে (Sopian) শনিবার রাতভর সেনা-জঙ্গি এনকাউন্টারে (Encounter) খতম হয়েছে দুই জঙ্গি। শহিদ হয়েছেন এক জওয়ান।  হোলির দিনই রক্তাক্ত উপত্যকা। সূত্রের খবর, আহত অবস্থায় আরও এক জওয়ানকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বুকে ফের অস্বস্তি, সেনা হাসপাতাল থেকে AIIMS-এ আনা হল রাষ্ট্রপতি Kovind-কে

আধিকারিকরা জানান, দক্ষিণ কাশ্মীরের (Kashmir)  সোপিয়ান জেলার ওয়াংগাম গ্রামে রাতভর সেনা-জওয়ানদের (Army-Terrorists) মধ্যে গুলির লড়াই চলে। শনিবার রাতে কাশ্মীর জোন পুলিসের তরফে টুইটে জঙ্গি নিকেশের কথা নিশ্চিত করা হয়। একইসাথে একটি পিস্তল ও AK-47 সহ ৩টি আগ্নেয়াস্ত্র (Fire weapons) উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত এলাকা জুড়ে তল্লাসি চালাচ্ছে সেনাবাহিনী।

আরও পড়ুন: খোদ পুলিসের বাড়িতেই লুঠ করতে এসে দেদার ঘুম দুষ্কৃতির

প্রসঙ্গত, সোপিয়ানে জঙ্গিমূলক কার্যকলাপ অনুসন্ধান করে আগেই সেনা ও CRPF জওয়ানরা মিলে অভিযান চালায় । দুই থেকে তিনজন জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে বলে নিশ্চিত ছিলেন পুলিস আধিকারিকরা। চলতি মাসে এই নিয়ে ৩ বার এনকাউন্টার হল। গত দুই এনকাউন্টারে মোট ৬ জন জঙ্গি খতম হয় যাদের মধ্যে একজন জইশ গোষ্ঠীর কমান্ডার ছিলেন।

.