ভোপাল থেকে ওড়ার পরই মাঠে ভেঙে পড়ল বিমান

বিমানটিতে ছিলেন ৩ জন পাইলট

Updated By: Mar 27, 2021, 06:32 PM IST
ভোপাল থেকে ওড়ার পরই মাঠে ভেঙে পড়ল বিমান

নিজস্ব প্রতিবেদন: ভোপাল থেকে গুনা যাওয়ার পর মাঠের মধ্যে ভেঙে পড়ল বিমান। ওড়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি।

শহরের বাইরে বিশানখেদি গ্রামে মাঠের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। বিমানটিতে ছিলেন ৩ পাইলট। প্রত্যেকেই কমবেশি আহত। তাদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন-বেলা ৩টে পর্যন্ত ৫ জেলায় ৭০ শতাংশেরও বেশি ভোট, চলছে প্রথম দফার রায়দান পর্ব

এখনও পর্যন্ত জানা যাচ্ছে বিমানটি ছিল একটি ছোট ট্রেনার বিমান। বিমানটিতে ছিলেন ৩ জন পাইলট।  কীভাবে এমন দুর্ঘটনা(Plane Crash) ঘটল তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন-'বোরখা' বিতর্কে বিশ বছরের বেশি ভোট দেয় না বাংলার এই গ্রামের মহিলারা

দুর্ঘটনা নিয়ে ভোপালের(Bhopal) গান্ধীনগর থানার ভারপ্রাপ্ত অফিসার সংবাদমাধ্যমে জানিয়েছেন, ভোপাল থেকে গুনা যাওয়ার পথে মাঠের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন।

.