Bomb Threat in Indian Planes: তিন দিনে ১৯ বোমাতঙ্ক, একের পর এক বিমানের জরুরি অবতরণ! বড় নাশকতা আসন্ন?

Bomb Threat in Indian Planes: বুধবার  আকাসা এয়ারের দিল্লি-বেঙ্গালুরু ফ্লাইট, দুটি স্পাইসজেট বিমান এবং তিনটি ইন্ডিগো ফ্লাইট - রিয়াদ-মুম্বাই, মুম্বাই-সিঙ্গাপুর এবং চেন্নাই-লখনউ বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়। সব মিলিয়ে মোট ১৯টি বোমা হামলার হুমকি।

Updated By: Oct 17, 2024, 03:17 PM IST
Bomb Threat in Indian Planes: তিন দিনে ১৯ বোমাতঙ্ক, একের পর এক বিমানের জরুরি অবতরণ! বড় নাশকতা আসন্ন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক বোমা হামলার হুমকি! গত তিন দিনে ভারতীয় বিমানে বোমা হামলার হুমকির সংখ্য়া বেড়ে দাড়িয়েছে ১৯।  ইন্ডিগোর তিনটি, স্পাইসজেটের দুটি এবং আকাসা এয়ারের একটি, মোট ৬টি বিমানে হুমকি দেওয়া হয়। যার জন্য় বেশ কিছু বিমানের জরুরি অবতরণ করা হয়। 

সূত্রের খবর, তিনটি আন্তর্জাতিক বিমান, এয়ার ইন্ডিয়ার একটি এবং ইন্ডিগোর দুটি, সোমবার বোমা হামলার হুমকি পায়। এরপর মঙ্গলবার আরও দশটি হুমকি আসে৷ সোমবার এবং মঙ্গলবার সমস্ত হুমকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এসেছিল। তবে পরে তা সবই ভুয়ো বলে প্রমান হয়। এর জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি, তবে চরম ভোগান্তি পোহাতে হয়েছে কয়েকশো যাত্রীকে। এর জেরে উড়ান সংস্থাগুলিও বিপাকে পড়েছে। 

আরও পড়ুন- Supreme Court: '১৯৭১ অবধি ভারতে আসা বাংলাদেশিদের নাগরিকত্ব বৈধ', বড় রায় সুপ্রিম কোর্টের!

বুধবার যে বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল তার মধ্যে রয়েছে আকাসা এয়ারের দিল্লি-বেঙ্গালুরু ফ্লাইট, দুটি স্পাইসজেট বিমান এবং তিনটি ইন্ডিগো ফ্লাইট - রিয়াদ-মুম্বাই, মুম্বাই-সিঙ্গাপুর এবং চেন্নাই-লখনউ। আকাসা এয়ারের বিমানটি দিল্লির দিকে এবং ইন্ডিগোর রিয়াদ-মুম্বাই বিমানটি মাস্কাটে ডাইভার্ট করা হয়েছিল। অন্য দুটি ইন্ডিগো ফ্লাইট তাদের নিজ নিজ গন্তব্যে অবতরণ করেছে, যেখানে প্রোটোকল অনুসারে বিমান, যাত্রী এবং লাগেজগুলি বাধ্যতামূলকভাবে পরীক্ষা করা হয়। এবিষয়ে বুধবার কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জরাপু রাম মোহন নাইডু গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, 'মুম্বাই পুলিশ তিনটি বিমানে বোমার হুমকি দেওয়ার জন্য একজন নাবালককে আটক করেছে এবং তদন্ত চলছে, বাকিদেরও খুঁজে বার করা হবে।'

আরও পড়ুন- Supreme Court of India: নভেম্বরে অবসর, তার আগে দেশের পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাব চন্দ্রচূড়ের!

দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা সংস্থা এবং পুলিশ বাহিনী হুমকিগুলো তদন্ত করছে এবং অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা করছে। নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং জরুরী প্রতিক্রিয়া কর্মীদের বিভিন্ন ভারতীয় বিমানবন্দরে সতর্ক করা হয়েছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.