যোগীর রাজ্যে দলিত কিশোরীকে জীবন্ত পুড়িয়ে দিল দুষ্কৃতীরা

উত্তর প্রদেশের উন্নাও জেলায় জীবন্ত পোড়ানো হল কিশোরীকে। তদন্তে পুলিস। 

Updated By: Feb 23, 2018, 04:42 PM IST
যোগীর রাজ্যে দলিত কিশোরীকে জীবন্ত পুড়িয়ে দিল দুষ্কৃতীরা

নিজস্ব প্রতিবেদন: দলিত কিশোরীকে জ্যান্ত পুড়িয়ে মারল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের উন্নাও জেলায়। বাড়ি কাছেই কিশোরর দগ্ধ দেহ উদ্ধার করে পুলিস। 

পুলিস জানিয়েছে, স্কুটার নিয়ে বাজার করতে বেরিয়েছিলেন ১৮ বছরের কিশোরী। রাস্তায় তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয় দুষ্কৃতীরা। বাড়ি থেকে ১০০ মিটার দূরে তাঁর দেহ উদ্ধার হয়। পাশেই পড়েছিল স্কুটারটি। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, ওই কিশোরীকে জীবন্ত পোড়ানো হয়েছে।      

 

স্থানীয় পুলিস আধিকারিক উত্তম সিং জানান, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় একের বেশি ব্যক্তি জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিসের। 

আরও পড়ুন- জাস্টিন ট্রুডোকে 'সমঝে' দিতে হুঙ্কার মোদীর

.