লও ঠ্যালা, অনলাইনে ৬,২৫০ টাকায় বিক্রি হচ্ছে একএকটা লুঙ্গি

মূলত ইউরোপের বিভিন্ন দেশে জনপ্রিয় জারা। মহিলাদের পোশাক বলে উল্লেখ করে লুঙ্গি বিক্রি করছে তারা। এক একটি লুঙ্গি তারা বিক্রি করছে ৭০ ব্রিটিশ পাউন্ডে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬,২৫০ টাকা। 

Updated By: Jan 30, 2018, 08:29 PM IST
লও ঠ্যালা, অনলাইনে ৬,২৫০ টাকায় বিক্রি হচ্ছে একএকটা লুঙ্গি

ওয়েব ডেস্ক: এদেশে আম জনতার পরিধান লুঙ্গি বিদেশে বিকোচ্ছে চড়া দামে। বিক্রি করছে বহুজাতিক এক অনলাইন বিপণন সংস্থা। আর সেখানেই লুঙ্গির দাম দেখে চোখ কপালে উঠেছে ভারতীয়দের। এক একটি লুঙ্গি প্রায় ৬,২৫০ টাকায় বিক্রি করছে জারা নামে ওই সংস্থা। 
পশ্চিমবঙ্গ তো বটেই গোটা ভারতে পুরুষদের পছন্দের পোশাক লুঙ্গি। উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি জনজাতির মহিলারাও এই পোশাক পরে থাকেন। তাঁকে বোনা এক একটি লুঙ্গি মেলে ২০০ - ২৫০ টাকায়। আর সেই লুঙ্গিই কি না বিক্রি হচ্ছে ৬,০০০-এরও বেশিতে। 
মূলত ইউরোপের বিভিন্ন দেশে জনপ্রিয় জারা। মহিলাদের পোশাক বলে উল্লেখ করে লুঙ্গি বিক্রি করছে তারা। এক একটি লুঙ্গি তারা বিক্রি করছে ৭০ ব্রিটিশ পাউন্ডে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬,২৫০ টাকা। 
জারার এই কাণ্ড দেখে অনেকেই রসিকতা করেছেন ফেসবুক ও টুইটারে। 

 

Tags:
.