খাবারে বিষ পুরোনো, এখন ব্র্যন্ডেড শার্ট পরাও বিপজ্জনক, রয়েছে ক্ষতিকারক বিষ!

খাবারে বিষ, পুরোনো খবর। ওসব মানুষের গা সওয়া হয়ে গিয়েছে। এবার নতুন ভয়ঙ্কর খবর। পোশাকেও বিষ! আরও পিরষ্কার করে বললে, জামাতেও বিষ!

Updated By: Oct 26, 2015, 12:04 PM IST
 খাবারে বিষ পুরোনো, এখন ব্র্যন্ডেড শার্ট পরাও বিপজ্জনক, রয়েছে ক্ষতিকারক বিষ!

ওয়েব ডেস্ক: খাবারে বিষ, পুরোনো খবর। ওসব মানুষের গা সওয়া হয়ে গিয়েছে। এবার নতুন ভয়ঙ্কর খবর। পোশাকেও বিষ! আরও পরিষ্কার করে বললে, জামাতেও বিষ! আপনি হয়তো মনে মনে ভাবেন যে, দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট পরবেন। আরামে থাকবেন। কিন্তু আজ আরাম, কাল কিন্তু আরাম শেষ। জামার দায়ে ব্যামো ধরবে শরীরে।

স্টকহোম ইউনিভার্সিটির একদল গবেষক দীর্ঘদিন ধরে রিসার্চ করে দেখতে পেয়েছেন, আধুনিক জামা বানানোর সময় ক্ষতিকারক টক্সিন মেশানো হচ্ছে। আর তাতেই মানুষের শরীরে ঢুকে যাচ্ছে বিষ। ৬০ টি সুইডিশ এবং অন্যান্য দেশের বড় কোম্পানির ব্র্যান্ডেড শার্ট নিয়ে এই পরীক্ষা করা হয়েছিল। তাতে এই ক্ষতিকারক টক্সিন ধরা পড়েছে। যা থেকে শুধু চর্মরোগ নয়, হতে পারে অন্য রোগও।

গবেষক গিওভানা লুঙ্গো বলেছেন, ‌''আমরা যা দেখলাম, তা মারাত্মক। আরামের লোভে মানুষ আজ এগুলো পরছে। কিন্তু কাল এগুলো শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। অবিলম্বে এগুলোর উপর ব্যবস্থা নেওয়া দর

.