বুলেট শুধু প্রাণই নেয় না, শিল্পীর হাতে পড়লে বুলেট জন্ম দেয় শিল্পের

আজ আন্তর্জাতিক চিত্রকর দিবস। সত্যিই তো, আজই আঁকার দিন। আজই তো ক্রিয়েটিভির দিন। আজই তো নিজের মনের ভাবনাকে সাদা কাগজে ফুটিয়ে তোলার দিন।

Updated By: Oct 25, 2015, 07:49 PM IST
 বুলেট শুধু প্রাণই নেয় না, শিল্পীর হাতে পড়লে বুলেট জন্ম দেয় শিল্পের

ওয়েব ডেস্ক: আজ আন্তর্জাতিক চিত্রকর দিবস। সত্যিই তো, আজই আঁকার দিন। আজই তো ক্রিয়েটিভির দিন। আজই তো নিজের মনের ভাবনাকে সাদা কাগজে ফুটিয়ে তোলার দিন।
তাই এমন দিনে আপনাদের সামনে তুলে ধরা হল, বিশেষ এক শিল্পীর শিল্পকলা।ভদ্রলোকের নাম ফেডেরিকো। জন্মগতভাবে তিনি কলম্বিয়ার মানুষ।কিন্তু ফেডেরিকা এখন থাকেন মায়ামিতে।
সেখানেই তিনি নিজের শিল্পসত্ত্বাকে ফুটিয়ে তুলতে হাতে তুলে নিয়েছেন রং-তুলির বদলে অন্য এক উপাদান।


কী সেটা? বুলেট!


হ্যাঁ, চমকে যাওয়ার মতোই। কে বলে, বুলেট শুধু মানুষের প্রাণ কেড়ে নিতে পারে? বুলেট দিয়ে যে জন্মও দেওয়া যায়!


হ্যাঁ, বুলেট দিয়েই নতুন শিল্পসত্ত্বার জন্ম দিয়েছেন ফেডেরিকো। তাঁর নতুন সিরিজের নামও দিয়েছেন ''উই আর অ্যাট পিস''।

.