মানসিক অবসাদ কাটাতে চলে এল নয়া মোবাইল অ্যাপ
তরুণ প্রজন্মের মানসিক চাপ ও উদ্বেগ কমানোর উদ্দেশ্যে এবার স্মার্ট ফোন গুলিতে চলে এল এক 'লুকোচুরি' অ্যাপলিকেশন। এই অ্যাপটির প্রস্তুতকারকদের দাবি এই অ্যাপ নয়া প্রজন্মকে শান্ত থাকার শিক্ষা দেবে।
ওয়েব ডেস্ক: তরুণ প্রজন্মের মানসিক চাপ ও উদ্বেগ কমানোর উদ্দেশ্যে এবার স্মার্ট ফোন গুলিতে চলে এল এক 'লুকোচুরি' অ্যাপলিকেশন। এই অ্যাপটির প্রস্তুতকারকদের দাবি এই অ্যাপ নয়া প্রজন্মকে শান্ত থাকার শিক্ষা দেবে।
We Are What We Do নামের একটি এনজিও-এর ব্রেন চাইল্ড এই মোবাইল অ্যাপটি। এই এনজিও-টি বিভিন্ন টেকনোলজির মাধ্যমে মানুষের বিভিন্ন ব্যবহার পরিবর্তনে সাহায্য করে।
'হাইড অ্যান্ড সিক' নামের এই মোবাইল অ্যাপটি প্রকৃতপক্ষে একটি মোবাইল গেম। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে এই গেমটি মানসিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করবে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে গত ১৮ মাস ধরে তারা যুব সমাজের মানসিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের জন্য এই গেমটি নিয়ে কাজ করছে। মূলত ১০-১৪ বছর বয়সীদের মানসিক অবসাদ ও উদ্ধেগ কাটাতেই 'হাইড অ্যান্ড সিক' নামের এই গেমটি বাজারে নিয়ে এসেছে We Are What We Do।