ফোন নম্বর না দিলে আর 'জি মেল','ইয়াহু'তে আইডি খোলা যাবে না

'জি মেল' কিংবা 'ইয়াহু'তে নতুন ইমেল আইডি খুলতে চান। তাহলে নিজের মোবাইল নম্বরটা অবশ্যই জানাতে প্রস্তুত থাকুন 'জি মেল' কিংবা 'ইয়াহু'কে। এতদিন 'জি মেল' , 'ইয়াহু'তে 'সাইন আপ' বা নতুন অ্যাকাউন্ট খুলতে ফোন বা মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক ছিল না।

Updated By: Aug 11, 2014, 03:53 PM IST
ফোন নম্বর না দিলে আর 'জি মেল','ইয়াহু'তে আইডি খোলা যাবে না

ওয়েব ডেস্ক: 'জি মেল' কিংবা 'ইয়াহু'তে নতুন ইমেল আইডি খুলতে চান। তাহলে নিজের মোবাইল নম্বরটা অবশ্যই জানাতে প্রস্তুত থাকুন 'জি মেল' কিংবা 'ইয়াহু'কে। এতদিন 'জি মেল' , 'ইয়াহু'তে 'সাইন আপ' বা নতুন অ্যাকাউন্ট খুলতে ফোন বা মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক ছিল না।

কিন্তু এবার থেকে ফোন বা মোবাইল নম্বর বাধ্যতামূলক করা হল। স্পাম বা অবাঞ্ছিত মেল রুখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এই দুই ইমেল প্রোভাইডার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

'গুগল ইন্ডিয়ার' মুখপাত্র জানিয়েছেন,এতদিন জি মেলে ফোন নম্বর দেওয়া বাধ্যতামূলক ছিল না, কিন্তু এবার সেটা বাধ্যতামূলক করা হচ্ছে। হা না হলে স্পাম মেল প্রেরকদের আলাদা করে চিহ্নিত করা যাবে না।

যদিও এতে ইউজারদের ব্যক্তিগত তথ্য কোনওভাবেই ফাঁস হবে না বলে জানিয়েছে 'গুগল' ও 'ইয়াহু'।

.