নিচু গাড়ির উঁচু রেকর্ড, গিনিস বুকে জাপানের বামন গাড়ি

বিশ্বের সর্বনিম্ন উচ্চতার গাড়ি তৈরি করে গিনিস বুকে নাম তুলল জাপান। মাটি থেকে গাড়িটির উচ্চতা মাত্র ৪৫.২ সেমি (১৭.৭৯ ইঞ্চি)। গাড়িটির নাম দেওয়া হয়েছে 'মিরাই'। জাপানী ভাষায় মিরাই মানে ভবিষ্যত।

Updated By: Aug 7, 2014, 07:27 PM IST
নিচু গাড়ির উঁচু রেকর্ড, গিনিস বুকে জাপানের বামন গাড়ি

ওয়েব ডেস্ক: বিশ্বের সর্বনিম্ন উচ্চতার গাড়ি তৈরি করে গিনিস বুকে নাম তুলল জাপান। মাটি থেকে গাড়িটির উচ্চতা মাত্র ৪৫.২ সেমি (১৭.৭৯ ইঞ্চি)। গাড়িটির নাম দেওয়া হয়েছে 'মিরাই'। জাপানী ভাষায় মিরাই মানে ভবিষ্যত।

২০১০ নভেম্বরেওকায়ামা লায়নো হাই স্কুলের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ছাত্র ও শিক্ষকরা মিলে তৈরি করেন অভিনব এই গাড়ি। ছয়টি ব্যাটারিতে গাড়িটি চালানো যায়।  গাড়ির ড্রাইভিং যন্ত্রপাতি মোটর, ব্যাটারি জাপানের কোম্পানি সিকিউ থেকে নেওয়া। কিন্তু চেসিস, গাড়ির বডি, স্টিয়ারিং, লাইট সবকিছু কলেজের ইঞ্জিনিয়ারিং ছাত্ররা তৈরি করে।

ওকায়ামা স্কুলের তৈরি সর্বনিম্ন উচ্চতার অভিনব গাড়ি গিনিস বুকে নাম করে। কিন্তু সুখবর ইঞ্জিনিয়ারিং ছাত্রদের প্রোজেক্ট "মিরাই" আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বাজারে মিলবে।

.