খোঁজের বৃত্ত ছাড়িয়ে গুগলের স্মার্টফোন এল ভারতীয়দের হাতে

Updated By: Sep 15, 2014, 04:20 PM IST
খোঁজের বৃত্ত ছাড়িয়ে গুগলের স্মার্টফোন এল ভারতীয়দের হাতে

 

ওয়েব ডেস্ক: ভারতের মোবাইল বাজারে এসে গেল সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগল। সোমবার ভারতে গুগলের প্রথম স্মার্টফোনের আত্মপ্রকাশ ঘটালো। অ্যানড্রয়েড ওয়ান প্রজেক্টের এই স্মার্টফোনের দাম ৬,৩৯৯ টাকা। আজ দুপুর সাড়ে তিনটে থেকে গুগলের এই স্মার্ট ফোন বিক্রি শুরু হয়। শুরু থেকেই গুগলের স্মার্টফোন কেনার হিড়িক পড়ে যায়। ফ্লিপকার্ট, আমাজন, স্ন্যাপডিল, রিলিয়ান্স  ডিজিটাল, মোবাইল স্টোরের মাধ্যমে গুগলের এই স্মার্টফোন বিক্রি হচ্ছে।

 কম বাজেটের স্মার্ট ফোন ক্রেতাদের বাজার ধরাই গুগলের প্রাথমিক লক্ষ্য। এই জন্য মাইক্রোম্যাক্স, কারবন, ও স্পাইস মোবাইলের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে গুগল। ভারত সহ ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স সহ দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে ফোনের বাজার ধরাই এখন লক্ষ্য গুগলের।

সেই সঙ্গে গুগল ৩০টি পাবলিকেশন বোর্ডের সঙ্গে চুক্তি করে নিয়ে আসছে প্লে নিউজ স্ট্যান্ড।

এই ফোনের বৈশিষ্টগুলি হল---

connectivity  Bluetooth 4.0, 3G, Wi-Fi and A-GPS
display 4.5-inch IPS FWVGA (480x854p)
powered by 1.3GHz MediaTek quad-core processor, Mali-400MP graphics and 1GB RAM
 internal storage and a microSD card 4GB internal storage and a microSD card slot that supports cards of up to 32GB capacity
Google Drive space  35GB

 

 

.