বহু দূরের বৃষ্টির আভাস পায় হাতিরা

বহু দূর থেকে বৃষ্টি আর ঝড়ের আভাস পায় হাতিরা। ২৪০ কিলোমিটার পর্যন্ত দূরের ঝড়-বৃষ্টির উপস্থিতি টের পেয়ে সেই দিকে রওনা দেয় হাতিরা।

Updated By: Oct 20, 2014, 07:58 PM IST
বহু দূরের বৃষ্টির আভাস পায় হাতিরা

ওয়েব ডেস্ক: বহু দূর থেকে বৃষ্টি আর ঝড়ের আভাস পায় হাতিরা। ২৪০ কিলোমিটার পর্যন্ত দূরের ঝড়-বৃষ্টির উপস্থিতি টের পেয়ে সেই দিকে রওনা দেয় হাতিরা।

দক্ষিণ-পশ্চিম আফ্রিকার নামিবিয়ার মত দেশ গুলি বছরের বেশিরভাগ সময় শুষ্ক ও গরম থাকে। গবেষকরা জানিয়েছেন এই সব অঞ্চলের প্রাণীরা তাই বেঁচে থাকার তাগিদে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বৃষ্টির সময়ের সমস্ত সুবিধাটুকু নিয়ে নিতে চায়। হাতিরা স্বভাবে পরিযায়ী হয়। খাদ্য ও জলের সন্ধানে তারা দল বেঁধে এক জায়গা থেকে আর এক জায়গায় যায়।

গবেষকরা জানিয়েছেন অনেক সময় হাতির দল কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই নিজেদের যাত্রাপথের অভিমুখ পরিবর্তন করে। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে গবেষকরা বিভিন্ন হাতির দলের ১৪টি ভিন্ন ভিন্ন হাতির গতিবিধি লক্ষ্য করেছেন। সেই গতিবিধি লক্ষ্য করে দেখেছেন হাতিরা বৃষ্টির উপস্থিতি দূর থেকে টের পেয়ে প্রয়োজনে নিজেদের গতিপথ পরিবর্তন করে বৃষ্টিস্নাত অঞ্চলের দিকে রওনা দেয়।

.