রেল অথবা হোটেল, কনফার্মড বুকিং বাতিল করলেই এবার পকেটে GST-ধাক্কা!

ট্রেনের প্রস্থানের নির্ধারিত সময়ের ৪৮ ঘন্টা অথবা তার বেশি আগে টিকিট বাতিল হলে ভারতীয় রেলওয়ে এই টিকিট বাতিলের জন্য ২৪০ টাকা চার্জ করে। ট্রেনের নির্ধারিত প্রস্থানের সময়ের আগের ৪৮ ঘন্টা থেকে ১২ ঘন্টার মধ্যে নিশ্চিত টিকিট বাতিল করা হলে, টিকিটের পরিমাণের ২৫ শতাংশ বাতিল করার ফি হিসাবে চার্জ করা হয়।

Updated By: Aug 29, 2022, 02:50 PM IST
রেল অথবা হোটেল, কনফার্মড বুকিং বাতিল করলেই এবার পকেটে GST-ধাক্কা!
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আপনার হাতে রয়েছে নিশ্চিত ট্রেনের টিকিট? আপনি কী বাতিল করতে চান সেই টিকিট? এবার থেকে আবার খরচ বাড়বে সেই টিকিট বাতিল করতে। এখন থেকে ব্যয়বহুল হবে কারণ এই কাজে এবার থেকে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) থাকবে। তিন অগস্ট অর্থ মন্ত্রকের জারি করা একটি সার্কুলারে এই খবর জানা গিয়েছে। অর্থ মন্ত্রকের ট্যাক্স রিসার্চ ইউনিটের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, বুকিং টিকিটের একটি 'চুক্তি', যার মাধ্যমে পরিষেবা প্রদানকারী (IRCTC/ভারতীয় রেলওয়ে) গ্রাহককে পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। বিজ্ঞপ্তি অনুসারে, প্রথম শ্রেণীর অথবা এসি কোচের টিকিট বাতিল করার জন্য চার্জ করা হবে পাঁচ শতাংশ জিএসটি। যা টিকিটের উপর আরোপিত হার।

একই যুক্তি বিমান ভ্রমণ অথবা হোটেলের বুকিং বাতিলের ক্ষেত্রেঅ প্রযোজ্য হবে। এইসব ক্ষেত্রে বাতিল করার ক্ষেত্রে প্রধান পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য GST-র সমান হারে কর দেওয়া হবে।

মন্ত্রকের মতে, বাতিল করার চার্জ আসলে চুক্তি লঙ্ঘনের পরিবর্তে একটি অর্থপ্রদান। তাই এই কাজের জন্য জিএসটি দিতে হবে। এই ধরনের যে কোনও পরিস্থিতিতে টিকিট বাতিল করা হলে এখন বাতিল করার চার্জের উপর পাঁচ শতাংশ GST দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যখন যাত্রী চুক্তি লঙ্ঘন করে, পরিষেবা প্রদানকারীকে একটি ছোট পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হয়। একে বাতিল করার চার্জ হিসাবে সংগ্রহ করা হয়। যেহেতু বাতিল করার চার্জ একটি অর্থপ্রদান, এবং চুক্তির লঙ্ঘন নয়, এতে জিএসটি বসান হবে’।

উদাহরণস্বরূপ, একটি ক্লাসের জন্য রেলের টিকিট বাতিল করার সময় একই হারে GST নেওয়া হবে যা টিকিট কাটার সময় নেওয়া হয়েছিল। বিমান ভ্রমণের ক্ষেত্রেও একই ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন: Bank holidays in September 2022: সেপ্টেম্বরে ১৩ দিন বন্ধ ব্যাংক! আগে থেকে জেনে নিন ছুটির তালিকা

যদি কেউ একটি নির্দিষ্ট ক্লাসের বুকিং বাতিল করে, তাহলে সেই ক্লাসের জন্য সিট এবং বার্থ বুকিংয়ের জন্য প্রযোজ্য একই GST হার বাতিলের সময়েও প্রযোজ্য হবে। উদাহরণ হিসেবে, প্রথম শ্রেণী অথবা এসি কোচের জন্য জিএসটি হার পাঁচ শতাংশ এবং এই বিভাগের জন্য বাতিল করার ফি হল ২৪০ টাকা। তারপর মোট বাতিল করার মূল্যে হবে ২৫২ টাকা। অন্যান্য বিভাগ এবং দ্বিতীয় স্লিপার ক্লাসে কোনও জিএসটি প্রযোজ্য নয়।

ট্রেনের প্রস্থানের নির্ধারিত সময়ের ৪৮ ঘন্টা অথবা তার বেশি আগে টিকিট বাতিল হলে ভারতীয় রেলওয়ে এই টিকিট বাতিলের জন্য ২৪০ টাকা চার্জ করে। ট্রেনের নির্ধারিত প্রস্থানের সময়ের আগের ৪৮ ঘন্টা থেকে ১২ ঘন্টার মধ্যে নিশ্চিত টিকিট বাতিল করা হলে, টিকিটের পরিমাণের ২৫ শতাংশ বাতিল করার ফি হিসাবে চার্জ করা হয়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.