আজ মন খুলে প্রশ্ন করুন, কারণ আজ 'ask a question day'

বছরের প্রতিটা দিন গাদা গাদা দিবস। প্রেম দিবস, চুমু দিবস, মোটা দিবস, রাগি দিবস, দাবি দিবস। দিবসের আর শেষ নেই। আজ সেই দিবসের লম্বা তালিকায় দারুণ মজার একটা দিন। আজ হল 'ask a question day'। মানে বাংলায় যাকে বলে 'একটা প্রশ্ন করুন দিবস'।

Updated By: Mar 14, 2016, 04:59 PM IST
আজ মন খুলে প্রশ্ন করুন, কারণ আজ 'ask a question day'

পার্থ প্রতিম চন্দ্র: বছরের প্রতিটা দিন গাদা গাদা দিবস। প্রেম দিবস, চুমু দিবস, মোটা দিবস, রাগি দিবস, দাবি দিবস। দিবসের আর শেষ নেই। আজ সেই দিবসের লম্বা তালিকায় দারুণ মজার একটা দিন। আজ হল 'ask a question day'। মানে বাংলায় যাকে বলে 'একটা প্রশ্ন করুন দিবস'।

আসলে এ যুগে প্রশ্ন করাটা সত্যি বড় অপরাধ। নেতাকে প্রশ্ন করা যাবে না, 'উন্নয়ন কেন হল না।' বসকে প্রশ্ন করা যাবে না, 'এত খাটছি মাইনে কেন বাড়ছে না?'স্যারকে প্রশ্ন করা যাবে না, 'এটা কেন হল।' বাড়িতেও প্রশ্ন করা যাবে না, 'এত অশান্তি কেন?'তবে এটাও ঠিক আমরা প্রশ্ন করতে ভুলে গেছি। ছোটবেলা কত প্রশ্নের জন্ম দিত মনটা। বড় হতেই সব উধাও। প্রশ্ন করলে যদি আঙুলটা নিজের দিকে ঘুরে যায়। তাই প্রশ্নটা মনেই ফানুসের হাওয়া বের করে রাখার কায়দায় চুপসে রাখি।

 ঠিকমত প্রশ্ন করলে কী দুর্নীতি বলে জিনিস থাকে! অসহিষ্ণুতা বলে বেহায়া সন্তানটা এত লায় পায়! তাই বলি আজ মনের সুখে প্রশ্ন করুন। না, না, নেতা-মন্ত্রী-বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডকে নয়, সবার আগে নিজেকে প্রশ্ন করুন। চোখ বন্ধ করে। আপনি কেমন আছেন?

.