Golf Green Incident: রক্তাক্ত মেঝে! গল্ফগ্রিনে বাড়ি থেকে উদ্ধার তরুণীর গলা কাটা দেহ...

Kolkata: গল্ফগ্রিন থানার পিছন থেকে উদ্ধার মহিলার গলা কাটা দেহ। দুপুরের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। খাটের নিচ থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ। 

Updated By: Jan 15, 2025, 08:42 PM IST
Golf Green Incident: রক্তাক্ত মেঝে! গল্ফগ্রিনে বাড়ি থেকে উদ্ধার তরুণীর গলা কাটা দেহ...
প্রতীকী ছবি

পিয়ালী মিত্র: গত ডিসেম্বরেই কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় ময়লার স্তূপ থেকে উদ্ধার হয় মহিলার কাটা মুন্ডু। একটি বহুতলের পিছনে এক বহুতলের পিছনে থাকা ভ্যাটে পলিথিন প্যাকেটে কাটা মুণ্ড দেখে রীতিমত শিউড়ে ওঠে এলাকাবাসী। এবার গল্ফগ্রিন থানার পিছন থেকে উদ্ধার মহিলার গলা কাটা দেহ।

জানা গিয়েছে, ১/৩০ আরপি কলোনি থেকে উদ্ধার মহিলার গলা কাটা দেহ। খাটের নিচ থেকে উদ্ধার করা হয়। তবে এবারে নিহতের পরিচয় জানা গিয়েছে। ৩০-৩২ বছরের তরুণী মায়ের সঙ্গে থাকতেন। দুপুরের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। দরজার বাইরে থেকে হ্যাচবল টানা ছিল। পরে মা দেখেন খাটের নিচে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মেয়ে। গলায় গভীর আঘাত, পুলিস সূত্রে জানা গিয়েছে। নিহত তরুণীর নাম নাসিফা খাতুন।

পুলিসের প্রাথমিক অনুমান যে, আততায়ী ওই তরুণীকে খুন করে বাইরে থেকে দরজা আটকে চলে যায়। ইতোমধ্যেই ঘটনাস্থলে পুলিস, লালবাজার থানার হোমিসাইড শাখার পুলিস এসে পৌঁছেছে। এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন:Madhya Pradesh Horror: বিয়ের পিঁড়িতে বসার আগেই মেয়েকে গুলি করে খুন বাবার! প্রেম? নাকি...

প্রসঙ্গত, এর আগে রিজেন্ট পার্ককাণ্ডের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, মগরাহাটের বাসিন্দা ওই মহিলার নাম খাতিজা বিবি। মগরাহাট থেকে আটক অভিযুক্ত আতিকুর রহমান। স্থানীয় মন্দিরের সিসিটিভিতে ধরা পড়ে ছবি। রিজেন্ট পার্কে মহিলার কাটা মুণ্ড উদ্ধারের কিনারা। মহিলার পরিচয় জানতে পারল পুলিস। নিহত মহিলার নাম খাতিজা বিবি, মগরাহাটের বাসিন্দা। এলাকায় পরিচারিকার কাজ করতেন মহিলা। বিবাহিত খাতিজা কোনোভাবে বছর খানেক আগে পেশায় রাজমিস্ত্রি আতিকুর রহমান লস্করের সঙ্গে বিবাহ বহির্ভূত প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর পরিবারের চাপে বিগত ৩ মাস ধরে তিনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে আতিয়ার। সেই আক্রোশ থেকেই খুন বলে প্রাথমিক অনুমান। দেহ কটার জন্য করাত বা ওই জাতীয় কোনও যন্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.