ব্রিগেডে Narendra Modi-র সভায় Sourav? শমীকের মন্তব্যে জল্পনা তীব্র

শোনা যাচ্ছে, ব্রিগেডে থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

Updated By: Mar 2, 2021, 08:50 PM IST
ব্রিগেডে Narendra Modi-র সভায় Sourav? শমীকের মন্তব্যে জল্পনা তীব্র

নিজস্ব প্রতিবেদন: আগামী রবিবার ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ওই সভায় কি থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়?এই প্রশ্নেই জল্পনা আরও বাড়ালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য,'বিশ্রামে ছিলেন সৌরভ (Sourav Ganguly)। এই রোদে নেট প্র্যাকটিসে নামতেও পারেন। মানুষ তাই-ই চাইছেন।'      

২ মার্চ ও ৩ মার্চ কলকাতা উত্তর এবং দক্ষিণে রোড শো করার কথা ছিল অমিত শাহের (Amit Shah)। তবে মোদীর (PM Narendra Modi) ব্রিগেড সভার আগে শাহের মেগা শো বাতিল করা হয়। তার আগে পর্যন্ত কানাঘুষো চলছিল, শাহের কলকাতা সফরে বিজেপিতে যোগ দিতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে বিজেপি বা মহারাজের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এবার শোনা যাচ্ছে, ব্রিগেডে থাকতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। এটা কি সত্যি? এই জল্পনা নস্যাৎ করলেন না বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। বরং ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলেন,'সৌরভ গঙ্গোপাধ্যায় তো বিশ্রামে ছিলেন। শরীর ভালো হলে এই রোদে যদি নেটপ্র্যাকটিসে আসেন, মানে ওয়ার্মআপে! মানুষ তাই-ই চাইছেন। ওঁর যদি মনে হয়, আবহাওয়া ভালো মাঠে নামবেন।' 

সৌরভের বিজেপিতে যোগদানের জল্পনা বছর তিনেক ধরেই চলমান। তিনি বিসিসিআই-র সভাপতি হওয়ার পর তা আরও বাড়ে। তবে সৌরভ এ বিষয়ে কোনও প্রতিক্রিয়াই দেননি। অতিসম্প্রতি রাজভবনে গিয়ে ঘণ্টাখানেক কাটিয়েছেন সৌরভ। রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে দাবি করেন। পরের দিনই দিল্লিতে ফিরোজশাহ কোটলা স্টেডিয়ামে অমিত শাহের সঙ্গে একই মঞ্চে ছিলেন তিনি। সৌরভ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে খোঁজ নিয়েছেন, তা কারও নজর এড়ায়নি। সৌরভ-জায়া ডোনা গঙ্গোপাধ্যায়কে ফোন করেছিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। 

আরও পড়ুন- বিশ্রাম পর্ব শেষ হওয়ার পর Sourav ও Laxmi একসঙ্গে নেট প্র্যাকটিস করবেন: Shamik

              

 

.