প্রত্যেকের সন্তান বড় হোক 'সোনার বাংলায়' : Srabanti Chatterjee
জয় শ্রীরাম স্লোগানও দেন শ্রাবন্তী
নিজস্ব প্রতিবেদন: বিজেপিতে যোগ দেওয়ার একদিনের মধ্যেই নতুন করে টুইট করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। নিজের টুইটার হ্যান্ডেলে মঙ্গলবার একটি স্টেটাস শেয়ার করেন অভিনেত্রী। সেখান তিনি বলেন, প্রত্যেকের সন্তান যেন 'সোনার বাংলায়' বড় হতে পারে। মা হিসেবে এবং একজন নারী হিসেবে এমনই আশা তাঁর। শুধু তাই নয়, সোমবার থেকে তাঁর জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হল বলে 'জয় শ্রীরাম' স্লোগান দেন শ্রাবন্তী।
প্রণাম।
গতকাল থেকে জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল। তাই আপনাদের কাছে নত মস্তকে আশীর্বাদ কামনা করছি|
একজন মা এবং নারী হিসেবে চাইব আমাদের সবার সন্তান যেন ‘সোনার বাংলা’ তে বড় হয়ে উঠুক।@narendramodi @AmitShah @JPNadda @KailashOnline @DilipGhoshBJP
জয় শ্রী রাম #SonarBangla pic.twitter.com/FxZxM2Ihe0
— Srabanti (@srabantismile) March 2, 2021
সোমবার বিজেপিতে (BJP) যোগ দেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজেপির রাজ্য সভাপতি দীলীপ ঘোষ (Dilip Ghosh) এবং কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দেন অভিনেত্রী। তবে বিজেপিতে যোগ দিয়ে, এবার ভোটে লড়বেন কি না অভিনেত্রী, সে বিষয়ে কিছু জানা যায়নি।
আরও পড়ুন : Farmers' Protest নিয়ে চুপ কেন? Ajay-র গাড়ি থামিয়ে বিক্ষোভ
সম্প্রতি বিজেপিতে যোগ দেন একঝাঁক টলি তারকা। রুদ্রনীল ঘোষ থেকে যশ দাশগুপ্ত, পায়েল সরকাররা গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর থেকেই, তা নিয়ে জোরদার জল্পনা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে।