বন্দরের দখল করে রাখা জমি ফিরিয়ে দিল ভেঙ্কটেশ ফিল্মস
বন্দরের দখল করে রাখা জমি ফিরিয়ে দিল ভেঙ্কটেশ ফিল্মস। ষোলই নভেম্বরের মধ্যেই ভেঙ্কটেশকে জমি খালি করে দিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সময়ের দুদিন আগেই শনিবার জমি বন্দরের হাতে ফিরিয়ে দিয়েছে প্রযোজনা সংস্থাটি। সরিয়ে দেওয়া হয়েছে পি একান্ন হাইডরোডের ঠিকানায় স্টুডিয়োতে থাকা ভেঙ্কটেশ ফিল্মসের সব জিনিস।
ওয়েব ডেস্ক: বন্দরের দখল করে রাখা জমি ফিরিয়ে দিল ভেঙ্কটেশ ফিল্মস। ষোলই নভেম্বরের মধ্যেই ভেঙ্কটেশকে জমি খালি করে দিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সময়ের দুদিন আগেই শনিবার জমি বন্দরের হাতে ফিরিয়ে দিয়েছে প্রযোজনা সংস্থাটি। সরিয়ে দেওয়া হয়েছে পি একান্ন হাইডরোডের ঠিকানায় স্টুডিয়োতে থাকা ভেঙ্কটেশ ফিল্মসের সব জিনিস।
বন্দরের নিষেধাজ্ঞার পরেই নোটিস ঝুলেছিল নেচার পার্কের মেন গেটে। জানানো হয়েছিল ওই জমি কোনও শুটিংয়ে ভাড়া দেওয়া হবে না। এখানেই শেষ নয় প্রযোজনা সংস্থার ওপর আরও চাপ বাড়িয়েছিল পোর্ট। ভেঙ্কটেশের আইনজীবীকে চিঠি পাঠিয়েছিলেন পোর্টের এস্টেট অফিসার।
চিঠিতে বলা হয়েছিল, জমি ছাড়ার অতিরিক্ত সময় দেওয়া যাবে না। অবিলম্বে ছেড়ে দিতে হবে দখল করা জমি।