ঘেরাও প্রেসিডেন্সির উপাচার্য

ছাত্রদের দাবি সরকারের কাছে জানানো নিয়ে উপাচার্যের আশ্বাস পাওয়ার পরই ঘেরাও উঠল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষা অর্ডিনান্সে ছাত্রদের প্রতিনিধিত্ব রাখার দাবিতে আজ প্রেসিডেন্সির বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে আইসির ছাত্ররা।

Updated By: Nov 15, 2011, 05:17 PM IST

ছাত্রদের দাবি সরকারের কাছে জানানো নিয়ে উপাচার্যের আশ্বাস পাওয়ার পরই ঘেরাও উঠল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষা অর্ডিনান্সে ছাত্রদের প্রতিনিধিত্ব রাখার দাবিতে আজ প্রেসিডেন্সির বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে আইসির ছাত্ররা। ঘেরাওয়ের মাঝেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপাচার্য মালবিকা সরকার। তিনি বলেন, রাজ্য সরকারের আনা অর্ডিনান্স নিয়ে তাঁর কিছু করার নেই। তবে ছাত্রছাত্রীদের দাবি তিনি সরকারের কাছে জানাবেন বলে আশ্বস্ত করেন উপাচার্য। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা অর্ডিনান্স আনার কথা ইতিমধ্যেই জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যে নতুন শিক্ষা অর্ডিনান্সের মত সেক্ষেত্রেও ছাত্র প্রতিনিধিদের বাদ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে আইসির নেতৃত্ব। এজন্য প্রয়োজনে ক্লাস বয়কট এবং সেমিস্টার বয়কটের হুমকি দেওয়া হয়েছে।

.