একটা ফোনেই বাড়িতে মিলবে কালীপুজোয় খিচুড়ি থেকে ভাইফোঁটার গিফ্ট
চিন্তা নেই। বাড়িতেই মিলবে খিচুড়ি, আনাতে পারবেন ভাইফোঁটা গিফ্টপ্যাকও
নিজস্ব প্রতিবেদন: কে বলল, কালীপুজোর খিচুড়ি খেতে আপনাকে এই করোনা-পরিস্থিতিতেও পাড়ার বারোয়ারি প্যান্ডেলে লাইন দিতে হবে? একটা ফোন করুন।
এই কোভিড-আবহে রাজ্যের ভিড় ঠেলে মার্কেটে গিয়ে ভাই বা বোনের জন্য কিছু কিনতে মনটা খুঁতখুঁত করছে, ভাবছেন সাধ্যের মধ্যে বাড়িতে বসে কিনতে পারলেই ভাল হত কোনও গিফ্টপ্যাক? একটা ফোন করুন।
হ্যাঁ, নির্ধারিত মূল্যের বিনিময়ে দু'টি পরিষেবাই পাওয়া যাচ্ছে রাজ্য সরকারের পঞ্চায়েত দফতরের মারফত।
'ওয়েস্টবেঙ্গল কম্প্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনে' (CADC)-র নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করে 'অর্ডার' করলেই বাড়িতে বসে পেয়ে যাবেন খিচুড়ি লাবড়া বেগুনি লুচি ও আলু-ফুলকপির তরকারির একটা 'ডিশ' মাত্র ৩০০ টাকায়। ভাইফোঁটা উপলক্ষে মাত্র ২২০ টাকায় মিলছে স্পেশাল গিফ্টপ্যাকও। তা-ও চলে আসবে বাড়িতে।
বাজারে গিয়ে সবজি কেনার ঝক্কি পোহাতে হল না। রাঁধার ঝামেলা রইল না। এদিকে কালীপুজোয় আঙুল চেটেপুটে দিব্য খেতেও পারলেন খিচুড়ি-লাবড়া। আবার ভাই বা বোনকে ভাইফোঁটা উপলক্ষে উপহার দিতে গিয়েও আপনাকে ভিড়ে ঢুকতে হল না। সবই হল নির্ঝঞ্ঝাট।
তবে, দু'টি পরিষেবারই বুকিং খোলা থাকছে আগামী কাল, ১৩ নভেম্বর পর্যন্ত। কেননা, ১৪ নভেম্বরে কালীপুজো আর ১৬ নভেম্বরে ভাইফোঁটা। যা করতে হবে আপনাকে আগেই করতে হবে।
তা হলে আর কী! প্ল্যানিং করে ফেলুন।
আরও পড়ুন: চোদ্দো শাক খুঁজে হয়রান? ফোন করুন রাজ্য সরকারের পঞ্চায়েত দফতরে