RG Kar News: ডা. আসফাকুল্লার বাড়িতে পুলিস! 'কত দম পুলিসের, পারলে এসে ধরুক', বিস্ফোরক নাইয়া
Asfakullah Naiya: ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগে ডাঃ আসফাকুল্লা নাইয়াকে চিঠি দেয় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। অ্যাসোসিয়েশন প্রশ্ন তুলেছিল, ইএনটি প্রথম বর্ষের ট্রেনি পড়ুয়া কী করে নিজের নামের পাশে ডিগ্রি বসিয়ে, চিকিৎসা করছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩০-৪০ জন পুলিস আচমকাই জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়ার কাকদ্বীপের রামতনুনগরের বাড়িতে হানা দেয়। আরজি কর আন্দোলনের অন্যতম 'মুখ' হয়ে উঠেছিলেন তিনি। সেই আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে ওঠে গুরুতর অভিযোগ। তারপরই তাঁরই বাড়িতে পুলিস পৌঁছে যায়। অভিযোগ, বৃহস্পতিবার সকালে আচমকাই তাঁর কাকদ্বীপের রামতনুনগরের বাড়িতে হানা দেয় পুলিস। তল্লাশির নামে বাড়ি তছনছ করা হয়েছে বলে দাবি করে।
আসফাকুল্লা নাইয়া বলেন, 'পুলিসের কত দম আছে আমাকে এখানে এসে ধরুক, লক্ষ লক্ষ পুলিস আসুক, মিলিটারি আসুক। আমার অনুপস্থিতিতে আমার গ্রামের বাড়িতে গিয়ে আমার মায়ের চোখে জল ফালাচ্ছে। এর হিসাব আমি বুঝে নেব। আমার সার্টিফিকেটের জন্য আমার বাড়িতে যেতে প্রয়োজন হয় না, স্বাস্থ্য ভবন এর ওয়েবসাইটি আমার যাবতীয় ডিটেলস রয়েছে। আমি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছি তাই সকাল থেকে ৩০-৪০ জন পুলিস আমার বাড়িতে গিয়ে তান্ডব চালাচ্ছে।'
আসফাকুল্লার আশঙ্কা, পুলিসি তল্লাশির নামে যদি কেউ তাঁর বাড়িতে গিয়ে কোনও জিনিস রেখে আসে, তখন কী হবে। তাঁর বাড়িতে বাবা নেই। তিনি গত হয়েছেন। রয়েছেন মা ও ছোট ভাই-বোনেরা। হঠাৎ করে তাঁদের ভয় দেখানো হল কেন, এই প্রশ্ন তুলেছেন আসফাকুল্লা।
ডিসেম্বর মাস নাগাদ একটি পোস্টার উঠে আসে জনসমক্ষে। হুগলির একটি হেলথ কেয়ার সেন্টারের পোস্টারে চিকিৎসক হিসেবে আসফাকুল্লা নাইয়ার নামের উপর লেখা নাক, কান, গলা বিশেষজ্ঞ। নীচে ডিগ্রির পাশে লেখা এমবিবিস(ক্যাল), এমএস (ইএনটি)। সেইসময় বিষয়টি নিয়ে জোর চর্চা হয়েছিল বিভিন্ন মহলে। যদিও, এই বিষয়ে আসফাকুল্লা সেই সময়ই জানিয়েছিলেন, বিষয়টি প্রতিহিংসা পরায়ন আচরণ। তাঁর বক্তব্য ছিল, যেহেতু ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই কারণে আন্দোলন দমাতে এই পরিকল্পনা করা হচ্ছে।
আরও পড়ুন, Mamata Banerjee: স্যালাইন-কাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ! সাসপেন্ড ১২ জন চিকিৎসক...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)