Rath Yatra 2023: রথযাত্রায় বাংলার যাত্রা ক্যালেন্ডারের প্রথম দিন, গিরিশ মঞ্চে শুরু হল বায়না

বনেদি বাড়ির দালানের পালাগান যখন বারোয়ারি রূপ নিয়ে নট্ট বা যাত্রাপালার রূপ নিল, বাংলায় তখন সিরাজদৌল্লার নবাবি চলছে। যুগের হাওয়ায় যাত্রাপালা তার রূপ ও চরিত্র বদলে টিকে থাকার লড়াই চালিয়ে গিয়েছে।

Updated By: Jun 20, 2023, 02:31 PM IST
Rath Yatra 2023: রথযাত্রায় বাংলার যাত্রা ক্যালেন্ডারের প্রথম দিন, গিরিশ মঞ্চে শুরু হল বায়না
নিজস্ব চিত্র

অয়ন ঘোষাল: ভাই বোন সমেত ভক্ত দর্শন দিতে জগন্নাথ প্রভুর জনসমক্ষে বেরিয়ে পড়ার দিনটাই বাংলার যাত্রা ক্যালেন্ডারের প্রথম দিন।

মাল্টিপ্লেক্স বিনোদন বা মোবাইল। ওটিটি প্ল্যাটফর্ম বা অনলাইন গেমিং। কোনও কিছুই আজও, এই হাইটেক যুগে বাংলার গ্রামেগঞ্জে যার জনপ্রিয়তায় চিড় ধরাতে পারেনি, তা হল যাত্রাপালা।

বনেদি বাড়ির দালানের পালাগান যখন বারোয়ারি রূপ নিয়ে নট্ট বা যাত্রাপালার রূপ নিল, বাংলায় তখন সিরাজদৌল্লার নবাবি চলছে। যুগের হাওয়ায় যাত্রাপালা তার রূপ ও চরিত্র বদলে টিকে থাকার লড়াই চালিয়ে গিয়েছে।

আরও পড়ুন: West Bengal Foundation Day: রাজ্যর আপত্তি উড়িয়ে রাজভবনে পালন পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস

গিরিশ ঘোষের আমলে যেখানে চিৎপুরে পালাগান বাজনদারের সংখ্যা ছিল শতাধিক, সেখানে আজ সাকুল্যে ৫১ টি যাত্রাপালা কোম্পানি বাংলার অন্যতম এই প্রথা বাঁচিয়ে রেখেছে মফস্বল ও গঞ্জে। এদের সবার কাছেই মঙ্গলবার রথের দিন নববর্ষ।

কারণ, রথযাত্রা থেকে মকর সংক্রান্তিই হল যাত্রাপালার বার্ষিক ক্যালেন্ডার। তাই আজকের দিনেই পালাকার তার এবারের নতুন চমক নিয়ে দর্শক বা পার্টির বায়না বা বুকিং নিয়ে থাকেন।

আরও পড়ুন: Panchayat Election 2023: 'সুপ্রিম' ধাক্কা রাজ্যের, কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট

গিরিশ মঞ্চের পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমিতে মঙ্গলবার তাই উৎসবের মেজাজ। রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের বহু যাত্রার সুপারস্টার পৌঁছে যান এক মঞ্চে। মঙ্গলবার তাদেরই দিন।

সেখানেই মন্ত্রী অরূপ বিশ্বাসের দাবি, বাংলার ভগ্নপ্রায় যাত্রা শিল্পকে যাত্রা উৎসব, প্যাকেজ, একাডেমির মাধ্যমে নয়া অক্সিজেন জুগিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

অনল ও কাকলী এই মুহুর্তে যাত্রাপালার অন্যতম সুপারস্টার। তাই এবারের বায়নার সূচনা তাদের হাত দিয়েই হয়।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.