Partha Chatterjee: বিজেপির ডিসেম্বর ধামাকায় কী হতে পারে তৃণমূলের? সাফ জবাব দিলেন পার্থ

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ধামাকার তিনটি তারিখের প্রথম দিন আজ। শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে, “১২, ১৪, ২১ তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ।”

Updated By: Dec 12, 2022, 11:53 AM IST
Partha Chatterjee: বিজেপির ডিসেম্বর ধামাকায় কী হতে পারে তৃণমূলের? সাফ জবাব দিলেন পার্থ

বিক্রম দাস: 'কেউ তৃণমূলের ক্ষতি করতে পারবে না।' ডিসেম্বর হুঁশিয়ারি নিয়ে প্রশ্নের উত্তরে পালটা বললেন পার্থ চট্টোপাধ্য়ায়। এদিন আলিপুর আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্য়ায়কে। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আদালতে পেশের সময়ই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, বিজেপি ডিসেম্বর হুমকি নিয়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেওয়া ডিসেম্বরের ৩টি তারিখ প্রসঙ্গে। যেই তারিখগুলিতে ধামাকা হবে বলে দাবি করেছেন তিনি। সেই পরিপ্রেক্ষিতেই আজ ১২ ডিসেম্বর কী হতে পারে? জানতে চাওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে। তার উত্তরেই পার্থ চট্টোপাধ্য়ায় বলেন যে, কেউ তৃণমূলের কোনও ক্ষতি করতে পারবে না। 

প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ধামাকার তিনটি তারিখের প্রথম দিন আজ। ১২, ১৪ এবং ২১ ডিসেম্বর ধামাকার নির্ঘণ্ট ঘোষণা করেছেন বিরোধী দলনেতা নিজেই। হুঁশিয়ারির পর কী বোমা ফাটাবেন বিরোধী দলনেতা? এ নিয়ে রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে, “১২, ১৪, ২১ তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ।” উল্লেখ্য, এদিন মমতা-অভিষেকের খাসতালুকে আজ সভা রয়েছে শুভেন্দু অধিকারীর। এদিন হাজরার জনসভায় মঞ্চে দেখা যাবে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে। হাজরার সভায় তাই বাড়তি নজর সকলেরই। হাইভোল্টেজ সোমবারে পদ্মশিবির দুই নেতার বক্তব্যের অপেক্ষায় দলীয় কর্মীরাও। বিজেপি সূত্রে এটাও জানা যাচ্ছে যে, এদিন হাজরা থেকেই সোজা দিল্লি যেতে পারেন শুভেন্দু। কারণ, মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক রয়েছে বলে খবর। 

এর আগে ডায়মন্ড হারবারের সভায় ধোঁয়াশা রেখে শুভেন্দুকে বলতে শোনা গিয়েছিল, '২০০৯ সালে লোকসভায় বদল এসেছিল।  ২০১১ সালে বিধানসভায় বদল এসেছিল। ২০১৪ ও ২০১৬ সাল পর্যন্ত এখানে ভোট হত। ২০১৬ সালের পর ভাইপো বাহিনী এখানে ভোট করতে দেয়নি। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে কেউ এখান মনোনয়ন জমা দিতে পেরেছেন? এবার খেলাটা দেখাব? গ্রামে প্রার্থী ঠিক করতে পারবেন তো? নমিনেশেন পাইয়ে দেওয়া দায়িত্ব আমার। আজ এখানে সবেমাত্র লাঙ্গল দিয়ে গেলাম। এরপর ধান ফেলা হবে, রোওয়া হবে। কী করতে হয় দেখবেন আপনারা। ডিসেম্বর মাসে আসব এবং বিজয় সমাবেশ করতে আসব। সঙ্গে এক 'হাতি-গাড়ি' ভর্তি লাড্ডু নিয়ে আসব। কারণটা এখন বলা যাবে না।' 

আরও পড়ুন, Mamata Banerjee: সোমবার ৩ দিনের সফরে মেঘালয়ে যাচ্ছেন মমতা, সফরসঙ্গী অভিষেক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.