রাজ্য চায় ভোট হোক এপ্রিলের ২৪ ও ২৭
চব্বিশ ও সাতাশে এপ্রিল দু দফায় পঞ্চায়েত ভোট করাতে চায় রাজ্য সরকার। পনেরোই মার্চ ভোট অন অ্যাকাউন্ট পাস করা হবে। ওই দিন রাতেই রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে সরকারের তরফে জানানো হবে, চব্বিশ ও সাতাশে এপ্রিল ভোট করানোর কথা।
চব্বিশ ও সাতাশে এপ্রিল দু দফায় পঞ্চায়েত ভোট করাতে চায় রাজ্য সরকার। পনেরোই মার্চ ভোট অন অ্যাকাউন্ট পাস করা হবে। ওই দিন রাতেই রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে সরকারের তরফে জানানো হবে, চব্বিশ ও সাতাশে এপ্রিল ভোট করানোর কথা।
ষোলোই মার্চ সম্ভবত ভোট সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় দাবি করেছেন, পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে কোনও সংঘাত নেই। দুপক্ষের মধ্যে মতামত আদানপ্রদান হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। আইন অনুযায়ী রাজ্য সরকারই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে। নির্বাচন পরিচালনার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের।