এশিয়াটিক সোসাইটিতে পাকা চাকরির নামে কুপ্রস্তাব, অভিযোগ কর্মচারী ইউনিয়নের নেতার বিরুদ্ধে

অস্থায়ী চাকরি পাকা হয়ে যাবে। বিনিময়ে দিল খুশ করে দিতে হবে। মহিলা কর্মীকে এধরনের কুপ্রস্তাবের অভিযোগ এবার উঠল এশিয়াটিক সোসাইটিতে। অভিযোগের আঙুল কর্মচারী ইউনিয়নের এক নেতার দিকে।  

Updated By: Jan 9, 2015, 11:01 PM IST
এশিয়াটিক সোসাইটিতে পাকা চাকরির নামে কুপ্রস্তাব, অভিযোগ কর্মচারী ইউনিয়নের নেতার বিরুদ্ধে

কলকাতা: অস্থায়ী চাকরি পাকা হয়ে যাবে। বিনিময়ে দিল খুশ করে দিতে হবে। মহিলা কর্মীকে এধরনের কুপ্রস্তাবের অভিযোগ এবার উঠল এশিয়াটিক সোসাইটিতে। অভিযোগের আঙুল কর্মচারী ইউনিয়নের এক নেতার দিকে।  

contract-এ চাকরি। ২০০৯ সাল থেকে এশিয়াটিক সোসাইটিতে কাজ করছেন এই  তরুণী।  সেই অফিসই আজ তাঁর কাছে আতঙ্কপুরী।

সাল ২০১২ । এশিয়াটিক সোসাইটিতেই library information assistant-এর স্থায়ী পদে চাকরির জন্য অন্যান্যদের মতো তিনিও apply করেন। ভেবেছিলেন, এই সংস্থায় এত বছর চাকরির অভিজ্ঞতা কাজে আসবে। বেশ কয়েকজনের পরামর্শে, চাকরির পথ প্রশস্ত করতে তিনি কথা বলতে যান এমপ্লয়িজ ইউনিয়নের শীর্ষনেতা অশেষ রঞ্জন মিশ্রের সঙ্গে। কিন্তু এরপর যা হল, তা ভাবলে আজও আতঙ্কে সিঁটিয়ে যান এই তরুণী।  

তাঁর দাবি, ইউনিয়ন নেতা আশ্বাস দেন তিনি সব দেখে নেবেন। তবে শর্ত হিসেবে তিনি বলেন,  

অফিসে কোনও যোগাযোগ করবে না। শুধু ফোনেই কথা বলবে।

এরপর থেকেই শুরু হয়ে যায় কুপ্রস্তাব।

অভিযোগ, বাড়িতে যাওয়ার জন্যও চাপ দিতে থাকেন ওই ইউনিয়ন নেতা।

গত বছর নভেম্বরে পার্ক স্ট্রিট থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। কিন্তু আজ পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
প্রায় মাস দেড়েক বাদে এই সপ্তাহেই তিনি ফের যোগ দিয়েছেন কাজে।

তদন্ত চলছে, তাই এ নিয়ে মুখ খুলতে নারাজ অভিযুক্ত!

এশিয়াটিক সোসাইটি কর্তৃপক্ষের অবশ্য  দাবি, তাদের কাছে কিছুই জানানি ওই তরুণী।

 

.