রাজ্য বিদ্যুৎ পর্ষদের নিয়োগে দুর্নীতি, অভিযোগ স্বজনপোষণের
উত্তরবঙ্গের পাঁচটি বন্ধ চা বাগান খুলতে কমিটি গড়ল রাজ্য সরকার। আজ শিলিগুড়ির উত্তরকন্যায় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। জেলাশাসকের নেতৃত্বে এই কমিটি বন্ধ চা বাগানের যাবতীয় সমস্যায় নজর দেবে। বন্ধ চা বাগানের শ্রমিক পরিবারপিছু দেড় হাজার টাকা পুজো বোনাস দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী।
উত্তরবঙ্গের পাঁচটি বন্ধ চা বাগান খুলতে কমিটি গড়ল রাজ্য সরকার। আজ শিলিগুড়ির উত্তরকন্যায় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। জেলাশাসকের নেতৃত্বে এই কমিটি বন্ধ চা বাগানের যাবতীয় সমস্যায় নজর দেবে। বন্ধ চা বাগানের শ্রমিক পরিবারপিছু দেড় হাজার টাকা পুজো বোনাস দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী।
রাজ্যের বন্ধ চাবাগানের শ্রমিক পরিবারের হতশ্রী দশা কোন পর্যায়ে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল রায়পুর বন্ধ বাগানে ছজনের মৃত্যু। অনাহার, অপুষ্টিতে এই মৃত্যুতে হইচই শুরু হয় রাজ্য জুড়ে। এরপরই বন্ধ চা বাগানের সমস্যা মেটাতে উদ্যোগী হয় সরকার। শিলিগুড়ির উত্তরকন্যায় বন্ধ চা বাগানের সমস্যা নিয়ে মঙ্গলবার বৈঠক হয়। বৈঠকে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব, শ্রমমন্ত্রী মলয় ঘটক, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উত্তরবঙ্গের পাঁচটি বন্ধ চা বাগান খুলতে মঙ্গলবার কমিটি গড়ল সরকার। চা বাগানের সমস্যা নিয়ে নিয়মিত তদারকি করবে কমিটি।
এক মাসের মধ্যেই রাজ্যের বন্ধ চা বাগানগুলিতে সমীক্ষা চালিয়ে রিপোর্ট দেবে কমিটি। নজর দেওয়া হবে শ্রমিক পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে ।
উত্তরবঙ্গের বন্ধ চা বাগানের শ্রমিকদের বোনাস দেওয়ার কথা জানিয়েছেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। পরিবারপিছু দেড় হাজার টাকা করে বোনাস দেওয়া হবে বলে রায়পুরে জানিয়েছেন মন্ত্রী। ৪৩৮টি নতুন রেশনকার্ড বিলি করেন তিনি। সনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বেশকিছু রেশন দোকান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।