হেনস্থার প্রতিবাদ করায় ন্যাশানাল লাইব্রেরিতে খোয়াতে হয়েছে চাকরি, অভিযোগ মহিলা নিরাপত্তারক্ষীর

সহকর্মীর সঙ্গে কিছুক্ষণ কথা বলেছিলেন। সেই অপরাধে উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছ থেকে জুটেছে চরম হেনস্থা, অপমান। প্রতিবাদ করায় খোয়াতে হয়েছে চাকরি। ন্যাশনাল লাইব্রেরি কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন এক মহিলা নিরাপত্তা রক্ষী।

Updated By: Oct 9, 2014, 09:18 PM IST
হেনস্থার প্রতিবাদ করায় ন্যাশানাল লাইব্রেরিতে খোয়াতে হয়েছে চাকরি, অভিযোগ মহিলা নিরাপত্তারক্ষীর

ওয়েব ডেস্ক: সহকর্মীর সঙ্গে কিছুক্ষণ কথা বলেছিলেন। সেই অপরাধে উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছ থেকে জুটেছে চরম হেনস্থা, অপমান। প্রতিবাদ করায় খোয়াতে হয়েছে চাকরি। ন্যাশনাল লাইব্রেরি কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন এক মহিলা নিরাপত্তা রক্ষী।

ন্যাশনাল লাইব্রেরির নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন ০০৯ সাল থেকে। অভিযোগ, পাঁচবছর পর নিজের কর্মক্ষেত্রেই চরম নিরাপত্তাহীনতার শিকার হতে হল তাঁকে। অভিযোগ, নির্যাতিতার পাশে দাঁড়ানোয় মাশুল গুনতে হয়েছে তাঁর সহকর্মীকেও। তবে নির্যাতিতার অভিযোগের সত্যতা নিয়েই প্রশ্ন তুলছে ন্যাশনাল লাইব্রেরি কর্তৃপক্ষ।

লাইব্রেরি কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা নিলেও  নির্যাতিতার পাশে দাঁড়াচ্ছেন সহকর্মীদের একাংশ। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে শুক্রবার ন্যাশনাল লাইব্রেরির সামনে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

.