Aroop Biswas: দক্ষিণ ২৪ পরগনার কো-অর্ডিনেটর পদে ফিরলেন অরূপ
আরও ২ জেলার দায়িত্ব পেলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: ব্যবধান মাত্র ২৪ ঘণ্টার, বদলে গেল সিদ্ধান্ত। দক্ষিণ ২৪ পরগনার কো-অর্ডিনেটর পদে ফিরিয়ে আনা মন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas)। সঙ্গে পূর্ব বর্ধমান ও জলপাইগুড়ির জেলায়ও সমন্বয়কারীর দায়িত্ব পেলেন তিনি।
দোরগোড়ায় পুরভোট। জেলায় জেলায় তৃণমূলের কো-অর্ডিনেটর ঠিক করে দিয়েছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রী অরূপ বিশ্বাস ও শুভাশিষ চক্রবর্তীকে। বুধবার মন্ত্রীকে সরিয়ে কো-অর্ডিনেটর করা হয় কুণাল ঘোষ ও বিধায়ক শওকত মোল্লাকে। দক্ষিণ ২৪ পরগনার অরূপ বিশ্বাসের সঙ্গে দায়িত্বে থাকছেন তাঁরাও। জলপাইগুড়িতে অরূপের সঙ্গে কো-অর্ডিনেটর হিসেবে থাকছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী।
আরও পড়ুন: Municipal Election 2022: কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিস দিয়েই পুরভোট! সিদ্ধান্ত কমিশনের
প্রথম ফেসবুকে আপলোড করা হয়েছিল, পরে আবার পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সির সই করা তালিকা পাঠানো হয় জেলা সভাপতির কাছে। পুরভোটে প্রার্থী বদলের দাবিতে জেলায় জেলায় পথে নেমেছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বাদ যায়নি দক্ষিণ ২৪ পরগনাও। তখন জেলায় কো-অর্ডিনেটর ছিলেন অরূপ বিশ্বাস। এরপরই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে।