কার্নিভালে বন্ধ অনেক রাস্তা! কোন পথ ধরলেই বাড়ি ফিরবেন তাড়াতাড়ি?

Updated By: Oct 3, 2017, 01:32 PM IST
কার্নিভালে বন্ধ অনেক রাস্তা! কোন পথ ধরলেই বাড়ি ফিরবেন তাড়াতাড়ি?

ওয়েব ডেস্ক: পুজোর ছুটি শেষ। এক্সট্রা পাওনা 'গান্ধীজয়ন্তি'-র ছুটিও কাটিয়ে ফেলেছে রাজ্যবাসী। অতঃপর এতদিনের ছুটি কাটিয়ে কাজে যোগ দেওয়ার দিন আজ। যদিও পুজোর রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি শহর। আজ বিকেল ৫টা থেকে রেড রোডে শুরু হবে বিসর্জন কার্নিভাল। ৬৫ থেকে ৬৭টি পুজো কমিটি শোভাযাত্রা করে ঠাকুর নিয়ে যাবেন বাবুঘাটের উদ্দেশ্যে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ও বহু বিশিষ্ট ব্যক্তি। স্বাভাবিকভাবেই তিল ধারণের জায়গা থাকবে না। আর তাতেই বিপত্তি অফিসযাত্রীদের।

বিসর্জন কার্নিভাল ঘিরে ইতিমধ্যে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে শুরু হয়ে গিয়েছে যান নিয়ন্ত্রণ। বেশ কিছু রাস্তা দুপুর ২টোর পর বন্ধ করে দেওয়া হবে। সুতরাং অফিস থেকে বাড়ি ফেরার পথে যে কম ভোগান্তি পোহাতে হবে না, তা আগেভাগেই জেনে প্রস্তুত রাখুন নিজেকে। জেনে নিন কোন রাস্তা দিয়ে গেলে যানজট এড়াবেন, কোন রাস্তা থাকবে বন্ধ।

দুপুর ২টোর পর বন্ধ থাকবে

রেড রোড

কুইনস ওয়ে

পলাশি গেটরোড

এসপ্ল্যানেড রোড

খিদিরপুর রোড (হেস্টিংস মোড় থেকে লাভার্স লেন পর্যন্ত)

পূর্ব দিকে যেতে যে রাস্তাগুলি ব্যবহার করবেন

মেয়ো রোড

আউট্রাম রোড

দক্ষিণ দিকে যেতে যে রাস্তাগুলি ব্যবহার করবেন

ডাফরিন রোড

ক্যাসুরিনা অ্যাভিনিউ

হসপিটাল অ্যাভিনিউ

.