বিধানসভায় বামেদের অনাস্থা প্রস্তাব আলোচনায় থাকছেন না মুখ্যমন্ত্রী

Updated By: Nov 17, 2014, 11:44 PM IST
বিধানসভায় বামেদের অনাস্থা প্রস্তাব আলোচনায় থাকছেন না মুখ্যমন্ত্রী

আলোচনায় মুখ্যমন্ত্রীর হাজির থাকাটাই রীতি। অথচ নির্ধারিত দিনে মুখ্যমন্ত্রী শহরেই থাকছেন না। রাজ্য সরকারের বিরুদ্ধে বামেদের অনাস্থা প্রস্তাব নিয়ে বিপাকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

গত ১০ই নভেম্বর বামেদের অনাস্থা প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করেন স্পিকার। বিধানসভার নিয়ম অনুযায়ী, প্রস্তাব গৃহীত হওয়ার দশ দিনের মধ্যে আলোচনা শুরু করতেই হবে। সেইমতো ১৯শে নভেম্বরের মধ্যে প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করা জরুরি। আর সেই আলোচনায় মুখ্যমন্ত্রীর হাজির থাকাটাই বিধানসভার রীতি। কিন্তু মুখ্যমন্ত্রী সেদিন শহরেই থাকছেন না। বিপাকে পড়ে সোমবার বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রকে অনাস্থা তুলে নেওয়ার আর্জি জানান স্পিকার।

স্পিকারঃ মুখ্যমন্ত্রী ওই দিন থাকছেন না। আপনার এবারের মতো অনাস্থা প্রস্তাব তুলে নিন। সূর্যকান্ত মিশ্রঃ আপনি তো সবই জানতেন। তাহলে সেইমতো পরিকল্পনা করলেন না কেন? বিরোধী দলনেতাকে অবশ্য সদুত্তর দিতে পারেননি স্পিকার। জট খুলতে মঙ্গলবার ফের বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক ডেকেছেন তিনি। এদিকে মঙ্গল ও বুধবার বিধায়কদের সকলকে সভায় হাজির থাকার নির্দেশ দিয়েছে বামফ্রণ্ট। বিরোধী দলনেতার সাফ কথা, অনাস্থা তাঁরা কিছুতেই তুলবেন না। শেষপর্যন্ত স্পিকার কী করেন, সেদিকেই এখন সবার নজর।

 

.