ফের ভুল মাধ্যমিকে

প্রশ্নপত্রের পর ভুল মাধ্যমিকের খাতা দেখার নির্দেশিকাতেও। মাধ্যমিকের প্রথম ভাষা বাংলার খাতা দেখার জন্য মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকাতে রয়েছে একাধিক ভুল। ফলে, এক প্রকার ভুল মানদণ্ডের বিচারেই এবার নম্বর পাবে পরীক্ষার্থীরা। 

Updated By: Apr 1, 2012, 08:31 PM IST

প্রশ্নপত্রের পর ভুল মাধ্যমিকের খাতা দেখার নির্দেশিকাতেও। মাধ্যমিকের প্রথম ভাষা বাংলার খাতা দেখার জন্য মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকাতে রয়েছে একাধিক ভুল। ফলে, এক প্রকার ভুল মানদণ্ডের বিচারেই এবার নম্বর পাবে পরীক্ষার্থীরা। 
প্রথম ভাষা বাংলার খাতা দেখার জন্য পরীক্ষকদের নির্দেশিকা পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এর ভিত্তিতেই নম্বর দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু, সেই নির্দেশিকাতেই রয়েছে ভুল। একাধিক প্রশ্নের উত্তর কী হবে, তা নিয়ে পর্ষদের  নির্দেশ সঠিক নয়। যেমন, ১৩ নম্বর প্রশ্নে 'জমে গেল' ও 'তেড়ে গেল' এই দুটি ক্রিয়াপদের গঠনগত দিক নির্ণয় করতে বলা হয়েছে। সেখানে, 'জমে গেল'-কে মিশ্র ক্রিয়া ও 'তেড়ে গেল'-কে যৌগিক ক্রিয়া বলছে পর্ষদ। যদিও, বিশেষজ্ঞদের মতে  এটি ভুল।
নির্দেশিকায়, ১৪ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সাপেক্ষ অব্যয়ের উদাহরণ হিসাবে লেখা হয়েছে, 'যত মত তত পথ'। বিশেষজ্ঞদের মতে এটিও সঠিক নয়।
 
মধ্যশিক্ষা পর্ষদের হ্যান্ডবুকে উল্লেখিত সাপেক্ষ অব্যয়ের উদাহরণের সঙ্গে পরীক্ষার খাতা দেখার জন্য পাঠানো নির্দেশিকার কোনও মিল নেই। পর্ষদ সভাপতির সই করা এই ধরনের ভুল নির্দেশিকার ভিত্তিতেই এখন পরীক্ষার্থীদের মূল্যায়ন চলছে। নির্দেশিকাই যেখানে ভুল, সেখানে মূল্যায়ন কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন উঠছে।

.