টুম্পাই গ্রেফতারির আফটার এফেক্ট? এসএসকেএম-এ মদনের কেবিন ঘিরে বাড়ল নিরাপত্তা
SSKM-এর উডবার্ন ব্লকে এখন ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। পদে পদে প্রশ্ন। পুলিসের জিজ্ঞাসাবাদ। এতকিছু পেরোতে পারলে তবেই সম্ভব মদন-দর্শন। সে সুযোগও পাচ্ছেন হাতে গোনা কয়েকজন। অথচ নিরাপত্তার এত কড়াকড়ি আজ সকালেও ছিল না এসএসকেএমে। গোটাটাই কি তবে সৃঞ্জয় বসু গ্রেফতারের আফটার-এফেক্ট?
কলকাতা: SSKM-এর উডবার্ন ব্লকে এখন ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। পদে পদে প্রশ্ন। পুলিসের জিজ্ঞাসাবাদ। এতকিছু পেরোতে পারলে তবেই সম্ভব মদন-দর্শন। সে সুযোগও পাচ্ছেন হাতে গোনা কয়েকজন। অথচ নিরাপত্তার এত কড়াকড়ি আজ সকালেও ছিল না এসএসকেএমে। গোটাটাই কি তবে সৃঞ্জয় বসু গ্রেফতারের আফটার-এফেক্ট?
সারদাকাণ্ডে সৃঞ্জয় বসু, শ্যামাপদ মুখার্জিদের সঙ্গেই সমন গিয়েছিল মদন মিত্রের কাছেও। নির্দেশ ছিল, শুক্রবার দেখা করতে হবে। এদিন বাকিরা যখন সিবিআইয়ের প্রশ্নজালের সামনে, তখন এসএসকেএমে ভর্তি মন্ত্রী।
মদন মিত্রের কেবিনের বাইরে তখন জনাপাঁচেক পুলিস কর্মী।
দেখতেই প্রশ্ন, আপনি কে? কোথা থেকে আসছেন?
ভিতর থেকে বেরিয়ে আসেন আরও এক জন।
তাঁর প্রশ্ন, ক্যামেরা নেই তো সঙ্গে?
সব প্রশ্নবান সামলে যখন ভিতরে পৌছই আমরা, তখন মন্ত্রী বেডে শুয়ে। কথা হল মিনিট দশেক। বললেন, দু দিনেই যদি সুস্থ হয়ে যাই, তাহলে যেদিন হাসপাতাল থেকে ছাড়া পাব সেদিনই দেখা করব সিবিআইয়ের সঙ্গে।
গোটা ছবিটাই বদলে গেল দুপুরের পর।
প্রথমে উডবার্ন ব্লকের মূল গেটে তালা। আর দেড়টার মধ্যে উডবার্ন ওয়ার্ডে ওঠার সবকটি গেট বন্ধ।
মদন মিত্রের কেবিনে যাওয়ার পথে খাড়া করে দেওয়া হয় ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়।
বিকেল চারটেয় শেষপর্যন্ত সর্বসমক্ষে মন্ত্রী। ছেলে আসার পর তাকে নিয়ে যাওয়া হয় সিটি স্ক্যান করতে। তখনও চোখেমুখে টেনশন স্পষ্ট।
কিন্তু কেমন আছেন মন্ত্রী? ব্লাড প্রেসার ঠিক আছে তো? হার্ট বিট, পালস রেট--এসবই বা কেমন? বিশেষ করে, সৃঞ্জয়-গ্রেফতার পর্বের পরে!