নামছে পারদ, শীতের আমেজ থাকলেও এখনও সপ্তাহখানেক দূরে শীত
নামছে তাপমাত্রার পারদ। জাঁকিয়ে শীত আসার পথ এবার প্রশস্ত হতে চলেছে। এমনটাই আশা আলিপুর আবহাওয়া দফতরের। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমছে। এর ফলেই নামছে তাপমাত্রা। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। আজ তা কমে দাঁড়িয়েছে ১৬ ডিগ্রিতে।
নামছে তাপমাত্রার পারদ। জাঁকিয়ে শীত আসার পথ এবার প্রশস্ত হতে চলেছে। এমনটাই আশা আলিপুর আবহাওয়া দফতরের। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমছে। এর ফলেই নামছে তাপমাত্রা। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। আজ তা কমে দাঁড়িয়েছে ১৬ ডিগ্রিতে।
তাপমাত্রা এখনও পর্যন্ত স্বাভাবিকের নিচে না নামলেও হালকা শীতের আমেজ বেশকিছুদিন আগে থেকেই অনুভূত হতে শুরু করেছে। যদিও পাকাপাকিভাবে শীত আসতে এখনও বেশকিছুদিন দেরি বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বড়সড় পশ্চিমি ঝঞ্ঝা না থাকায় উত্তুরে হাওয়া সেভাবে গতি পাচ্ছে না। আর সেই কারণেই শীতের লয় বিলম্বিত।
ঘূর্নিঝড় লহরের প্রভাব কাটতেই শীত এল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ লহরের প্রভাব কেটে যাওয়ায় রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে আপাতত কোনও বাধা নেই৷