KMC Election 2021: প্রার্থীদের মধ্যে হাতাহাতি, পুলিসের লাঠিচার্জ; পুরযুদ্ধ ঘিরে রণক্ষেত্র মহানগর
কংগ্রেস-তৃণমূল কংগ্রেস প্রার্থীর হাতাহাতি, পুলিস-বিজেপি প্রার্থী ধস্তাধস্তি
নিজস্ব প্রতিবেদন: পুরভোটকে (Kolkata Municipal Election 2021) ঘিরে উত্তপ্ত কলকাতার ৪৫ এবং ৭ নম্বর ওয়ার্ড। দু'জায়গাতেই প্রার্থীদের মধ্যে হাতাহাতির অভিযোগ। কোথাও তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে কংগ্রেসের (Congress) হাতাহাতির অভিযোগ। কোথাও পুলিসের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন বিজেপি (BJP) প্রার্থী। পরিস্থিতি সামাল দিতে পুলিসের লাঠিচার্জ। রণক্ষত্র এলাকা।
দুই প্রার্থীর মধ্যে হাতাহাতিকে ঘিরে উত্তপ্ত বড়বাজারের ৪৫ নম্বর ওয়ার্ড। সেখানে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস (TMC) এবং তৃণমূল কংগ্রেস (Congress) প্রার্থী। এলাকায় প্রচুর বহিরাগত থাকার অভিযোগ। ছাপ্পা ভোটের অভিযোগ। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গণ্ডগোল সামাল দিতে পুলিস লাঠিচার্জ করে। বিজেপিরও অভিযোগের তির কংগ্রেসের দিকেই।
একই ভাবে উত্তপ্ত ৭ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর বুথ। বিজেপি (BJP) প্রার্থী ব্রজেশ শা'র অভিযোগ, ওয়ার্ডের এক নির্দল প্রার্থীকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তাঁকে বসতে দেওয়া হয়নি। ভয় দেখিয়ে বাইরে বের করে দেওয়া হয়েছে। এমনকী, সেক্টর অফিসসার এবং প্রিসাইডিং অফিসারও প্রার্থীকে বসতে দেননি। দুই অফিসারের বদলির দাবিতে সরব বিজেপি (BJP)। ওই নির্দল প্রার্থীকে বুথে বসাতে ময়দানে নামেন বিজেপি (BJP) প্রার্থী। এরপরই পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তিনি। কার্যত মারামারির পরিস্থিতি তৈরি হয়। পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিস। দু'পক্ষকে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: KMC Election 2021 Live Updates:৭ নম্বর ওয়ার্ডে উত্তেজনা, কংগ্রেস-তৃণমূল প্রার্থীদের মধ্যে হাতাহাতি
আরও পড়ুন: KMC Election 2021: শহরে নাকা তল্লাশি; তারাতলায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ২, উদ্ধার গুলি